দুর্গাপুজোর মেগা র‍্যালি, আজ কলকাতায় বন্ধ একাধিক রাস্তা



Gamebazz ডেস্ক: কলকাতার দুর্গাপুজোর হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো।ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আজ, বৃহস্পতিবার রাজ্য জুড়েই পদযাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাতেও বৃহস্পতিবারের দুপুরে হবে সেই পদযাত্রা। জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত সেই পদযাত্রা যাবে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে। এর জন্য উত্তর ও মধ্য কলকাতার কলকাতার বেশ কয়েকটি রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল। কয়েকটি রাস্তায় বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। পাশাপাশি নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন হবে কলকাতার রাস্তায়। বসবে পুলিশ পিকেটও।


কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ


-সেন্ট্রাল অ্যাভিনিউ বন্ধ থাকবে দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত

-বন্ধ রাখা হবে রেড রোড 

-হাওড়াগামী গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে

-শিয়ালদা যেতে হলে এজেসি বোস বা এপিসি রোড দিয়ে যেতে হবে 

-দুপুর ৩টে পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে

-উত্তর কলকাতার দিকে যাওয়া গাড়িগুলিকে বেন্টিঙ্ক স্ট্রিট, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড দিয়ে যেতে হবে

-পরিস্থিতি বুঝে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হতে পারে ডোরিনা ক্রসিং