কেদারনাথ মন্দিরের দেওয়ালে সোনার প্রলেপ! বিরোধিতা পুরোহিতদের



Gamebazz ডেস্ক: কেদারনাথ মন্দিরের গর্ভগৃহের অভ্যন্তরের দেওয়ালে সোনার প্রলেপ দেওয়ার বিরোধিতা করল পুরোহিতদের একাংশ।শতাব্দী প্রাচীন ঐতিহ্যের উপর হস্তক্ষেপের অভিযোগ করলেন তাঁরা।সোনার প্রলেপ লাগানোর সময় মন্দিরের দেওয়ালের ক্ষতির আশঙ্কায় এই বিরোধিতা বলে জানিয়েছেন প্রতিবাদী পুরোহিতরা।প্রসঙ্গত,বর্তমানে কেদারনাথ মন্দিরের চার দেওয়াল রুপোর প্রলেপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।পরে সোনার প্রলেপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


জানা গেছে যে, মন্দিরের দেওয়ালে সোনার প্রলেপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহারাষ্ট্রের একজন শিব ভক্তের ইচ্ছা অনুসারে। ওই ব্যক্তি গর্ভগৃহের অভ্যন্তরের দেওয়ালে সোনার প্রলেপ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। উত্তরাখণ্ড সরকারের (Uttarakhand Government) অনুমতি নিয়ে রুপোর পরিবর্তে সোনার প্রলেপ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটি। মন্দির কমিটির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ করেছেন পুরোহিতদের একাংশ। প্রলেপ দেওয়ার কাজে বড় বড় ড্রিলিং মেশিন ব্যবহার করার জন্য, কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) দেওয়ালের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন সন্তোষ ত্রিবেদী নামে এক পুরোহিত। এতে মন্দিরের কাঠামোর ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।