Gamebazz ডেস্ক: বর্তমানে যেভাবে বাজারদর বেড়েছে ও জিনিসপত্রের দাম বাড়ছে তাতে বড় লাভের আশা থাকলে অনেকেই কোটি টাকার কথা বলেন। 1 কোটি বা 2 কোটি টাকার একটি ব্যালেন্স জমা হলে কোনও ব্যক্তি কিছুটা নিশ্চিন্ত হতে পারেন। তবে শুধু চাইলেই এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে না। এর জন্য বিনিয়োগ শুরু করতে হবে। একটু একটু করে বিনিয়োগ করা যেতে পারে, সেক্ষেত্রে লাভ মিলতে পারে কোটিতে। অল্প অল্প করে বিনিয়োগ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ দিতে পারে SIP। মনে রাখতে হবে কোটিপতি হওয়ার ক্ষেত্রে কোনও শর্টকাট উপায় নেই। তাই ধৈর্য ধরে বিনিয়োগ করলেই কেল্লাফতে।
বিনিয়োগ শুরু করা হোক অল্প পরিমাণ থেকেই
এই SIP মডেলে অনেক অর্থ বিনিয়োগ করার প্রয়োজন নেই। এক্ষেত্রে প্রতিমাসে অল্প পরিমাণ বিনিয়োগ করে মোটা টাকা জমা করা যেতে পারে। SIP -এর সবচেয়ে বড় ম্যাজিক হল, প্রতিদিন মাত্র 100 টাকা করে বিনিয়োগই 1 কোটি টাকার তহবিল প্রস্তুত করতে পারেন। এটি খুব সহজেই করা যেতে পারে। হিসেবটা বুঝে নেওয়া যাক।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) এর মাধ্যমে, কোটিপতি হলে প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে 3000 টাকা অর্থাৎ প্রতিদিন 100 টাকা বিনিয়োগ করতে হবে। এর জন্য প্রায় 21 বছর অর্থাৎ 250 মাস বিনিয়োগ করতে হবে।
মাত্র 100 টাকা জমাতে হবে প্রতিদিন
মিউচুয়াল ফান্ডে বর্তমানে মোটা রিটার্ন পাওয়া যাচ্ছে। কিছু ফান্ড 20 শতাংশ পর্যন্তও রিটার্ন দিয়েছে। এখানে 1 কোটি টাকা কী ভাবে পাওয়া যাবে, তার হিসেব দেখানো হল। প্রতিদিন যদি 100 টাকা করে বিনিয়োগ করা হয়, সেক্ষেত্রে মাসে 3000 টাকা বিনিয়োগ হয়। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে যদি 20 শতাংশ রিটার্ন পাওয়া যায় ও 21 বছরে বিনিয়োগ হয়, সেক্ষেত্রে সুদ ও বিনিয়োগ হিসেবে মোট পাওয়া যাবে 1,16,05,388 টাকা। যা কিনা 1 কোটি টাকার চেয়েও বেশি। যদি ধরে নেওয়া যায়, 20 শতাংশ রিটার্ন পাওয়া যাবে না। সেক্ষেত্রে কম করে 15 শতাংশ রিটার্ন পাওয়া গেলেও হবে 55 লাখ টাকা।