Gmail-র ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন সব প্রোমোশনাল মেল



Gamebazz ডেস্ক: একে তো ই-মেলে জায়গার সংকুলন, অন্য দিকে বিজ্ঞাপনী ই-মেলে ভরে উঠছে ইনবক্স। এমন অবস্থা যে দরকারি ইমেল খুঁজে পাওয়া ভার! তবে এই সব ই-মেল মুছে ফেলার একটি সহজ কৌশল আছে। যা এই ধরনের প্রচারমূলক ই-মেলগুলিকে এক সঙ্গে মুছে ফেলা সম্ভব করে তোলে। অবাক লাগলেও, এটাই বাস্তব।


প্রতিটি বিজ্ঞাপনী বা প্রচারমূলক ই-মেলের শেষে একটি 'আনসাবস্ক্রাইব' বোতাম থাকে। এই বোতামে ক্লিক করলে এই ই-মেলগুলি আমাদের জি-মেল ইনবক্সে আর আসবে না। এমনকী, স্প্যাম ফোল্ডারেও আসা বন্ধ হয়ে যাবে।


এটি করতে, প্রথমে জি-মেল অ্যাকাউন্টে লগইন করতে হবে। তারপর মেল খুলতে হবে। এবার যে ওয়েবসাইট/কোম্পানির ই-মেলটি আর দরকার মনে হয় না, সেটি খুলে ফেললে নিচের দিকে স্ক্রল করে গেলে পাওয়া যাবে আনসাবস্ক্রাইব বোতাম। সেটা চাপলেই কেল্লা ফতে। মুক্তি মিলবে অবাঞ্ছিত মেলের হাত থেকে।


উল্লেখ্য,বিজ্ঞাপনী বা প্রচারমূলক ই-মেলগুলি হল বিপণন মেল যা কোনও সাইটে বা প্ল্যাটফর্মে রেজিস্টার করলে পাওয়া যায়। এমন মেলের সুবিধা হল, এগুলো থেকে নতুন জিনিসের বাজারে আসার খবর জানা যায়।