Gamebazz ডেস্ক: ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক শুরু হয়েছে বেশ কিছু রাজ্যে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের পরিচয় এবং ভোটার তালিকার প্রমাণীকরণ হিসাবে এই উদ্যোগ।সংসদ নির্বাচনী আইন (সংশোধনী) বিল ২০২১ পাশ হওয়ার পর পরই এ বিষয়ে উদ্যোগ শুরু হয়। এই বিলের নিয়ম অনুযায়ী আধার ব্যবস্থার সঙ্গে ভোটার তালিকার ডেটা সংযুক্ত করার প্রচেষ্টা করা হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এর মাধ্যমে একাধিক নির্বাচনী এলাকায় বা একই নির্বাচনী এলাকায় একাধিকবার কোনও ভোটারের রেজিস্ট্রেশন থাকলে, সেটা ধরে ফেলা যাবে। তবে, এক্ষেত্রে জেনে রাখা ভাল, ভোটার আইডির সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করেনি নির্বাচন কমিশন।
আপনার ভোটার আইডি-র সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে চান? তাহলে নিচের ধাপগুলি পর পর মেনে চলুন:
১. https://voterportal.eci.gov.in/ -এ যান।
২. আপনার মোবাইল নম্বর/ইমেল আইডি/ভোটার আইডি নম্বর ব্যবহার করে লগইন করুন এবং পাসওয়ার্ড দিন।
৩. রাজ্য, জেলা এবং ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্ম তারিখ এবং পিতার নাম ভরুন।
৪. ডিটেলস পূরণ করার পর 'সার্চ'-এ ক্লিক করুন। যদি আপনার দেওয়া ডিটেলস সরকারি ডাটাবেসের সঙ্গে মিলে যায়, তবে তা স্ক্রিনে দেখাবে।
৫. 'ফিড আধার নং' অপশনে ক্লিক করুন। এটি স্ক্রিনের বাঁ দিকে দেখা যাবে।
৬. একটি পপ-আপ পেজ আসবে। সেখানে আধার কার্ড, আধার নম্বর, ভোটার আইডি নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর এবং/অথবা রেজিস্টার্ড ইমেলে উল্লিখিত আপনার নাম দিতে হবে।
৭. সমস্ত বিবরণ সঠিকভাবে ভরার পরে, একবার ক্রস চেক করে নেবেন। এরপর 'সাবমিট'-এ ক্লিক করুন।
৮. স্ক্রিনে দেখাবে যে আপনার আবেদন সফলভাবে গৃহিত হয়েছে।
SMS করে ভোটার আইডি কার্ডের ও আধার কার্ড লিঙ্ক করবেন কীভাবে?
166 বা 51969 নম্বরে একটি এসএমএস পাঠিয়ে ভোটার আইডির সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা যাবে।
< Voter ID Number > < Aadhaar_Number >
ফোন কলের মাধ্যমে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক:
ভোটার আইডির সাথে আধার কার্ড লিঙ্ক করার আরেকটি উপায় হল কল করা।
শনি-রবি বাদে যে কোনওদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে 1950 ডায়াল করতে হবে। এরপর ভোটার আইডি কার্ড নম্বর এবং আধার কার্ডের তথ্য শেয়ার করতে হবে।
আপনি নিকটস্থ বুথ স্তরের অফিসে আবেদন জমা দিয়ে ভোটার আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। বুথ লেভেল অফিসার সমস্ত বিবরণ যাচাই করবেন। বিশদ বিবরণ পরীক্ষা করতে আপনার বাসস্থানেও যেতে পারেন।
ভোটার আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা সেই স্ট্যাটাস কিভাবে পরীক্ষা করবেন?
NVSP ওয়েবসাইট- https://voterportal.eci.gov.in/--এ গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন। ‘Seeding Through NVSP Portal’ বিভাগে প্রয়োজনীয় ডেটা ভরুন। সেখানেই স্ট্যাটাস দেখতে পাবেন।