ফোন থেকে ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস! সাবধান ! অজান্তে আপনি এই ভুল করছেন না তো



Gamebazz ডেস্ক: চণ্ডীগড়ের বিশ্ববিদ্যালয়ের ভিডিয়ো ফাঁস হওয়ার ঘটনায় উত্তাল গোটা দেশ। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ব্যক্তিগত ভিডিয়ো কী ভাবে ইন্টারনেটে ফাঁস হয় তা নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে অনেকের মনে। যদিও এই ভিডিয়ো ফাঁস হওয়ার কোন একটি নির্দিষ্ট কারণ নেই। ব্যক্তিগত ভিডিয়ো ও MMS লিক হওয়ার পিছনে একাধিক কারণ থাকে। 


অনেকেই সম্পর্কে ভেঙ্গে যাওয়ার পরে প্রাক্তন সঙ্গীর ভিডিয়ো বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে দেন। এই ধরনের বিভিন্ন রিপোর্ট সংবাদমাধ্যমেও সামনে আসে। যদিও এই এছাড়া আপনার অসতর্কতার কারণেই ফাঁস হতে পারে ব্যক্তিগত ভিডিয়ো।


থার্ড পার্টি অ্যাপ


স্মার্টফোনে এমন অনেক অ্যাপ থাকে যাদের স্টোরেজ পার্মিশন দেওয়া থাকে। স্মার্টফোন স্টোরেজের সব ফাইল এই অ্যাপগুলি দেখতে পায়। বিশেষ করে জালিয়াতির অ্যাপগুলি এই ধরনের কাজ বেশি করে। আপনার ফোনে কোন ব্যক্তিগত ভিডিয়ো থাকলে তা আপনার অজান্তেই পৌঁছে যায় প্রতারকদের হাতে। পরে সেখান থেকে বিভিন্ন জায়গায় ফাঁস হয় এই ভিডিয়ো। এই কারণেই থার্ড পার্টি অ্যাপ ডাউনলোডের সময় সতর্ক থাকুন। শুধুমাত্র Play Store ও App Store থেকেই ডাউনলোড করুন ভিডিয়ো। APK ফাইলের মাধ্যমে Android ফোনে অ্যাপ ইনস্টল করবেন না। যে কোন অ্যাপ কী কী পার্মিশন চাইছে সেই দিকে সতর্ক নজর রাখুন।


ফোন বিক্রির আগে সতর্ক


নিজের ফোন বিক্রি করার আগে সতর্কতা অবলম্বন করুন। ফোন বিক্রির আগে ফোন ফ্যাকট্রি রিসেট করতে ভুলবেন না। এছাড়াও ফোনে মেমোরি কার্ড থাকলে তা ফোন বিক্রির আগে ফোন থেকে রিমুভ করুন। এছাড়াও সব অ্যাকাউন্ট সাইন আউট করতে ভুলবেন না।


ফোন রিপেয়ারে সতর্ক


দোকানে ফোন সারাই করতে দেওয়ার আগে অবশ্যই ফোন থেকে সব ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো ডিলিট করুন। কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে ফোন স্টোরেজ ও মেমোরি কার্ড থেকে সব ফাইল কপি করে নেওয়া সম্ভব। সেখানে আপনার ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো থাকলে বেহাত হতে পারে। পরে সেই ভিডিয়ো ফাঁস হতে পারে ইন্টারনেটে।