ভয়ঙ্কর দুর্ঘটনা! লাইনচ্যুত হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস



Gamebazz ডেস্ক: লাইনচ্যুত হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ভদ্রক স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, এই সুপারফাস্ট এক্সপ্রেসের একটি বগি দাগারাশাহি লেভেল ক্রসিংয়ের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। বিপত্তি সত্ত্বেও ট্রেনটির সমস্ত যাত্রীরাই সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে। তবে অনেকেরই চোট লেগেছে। ইতিমধ্যেই আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্য়ে।


সূত্রের খবর ভদ্রক স্টেশনের কাছে দাগারাশাহি লেভেল ক্রসিংয়ের উপর আচমকাই একটি ষাঁড় চলে আসে। তাকে বাঁচাতে জোরে ব্রেক কষেন ইঞ্জিন চালক। আর তাতেই ঘটে বিপত্তি। ট্র্যাক থেকে স্লিপ করে যায় ওই জনশতাব্দী এক্সপ্রেসটির একটি কামরা। জানা যাচ্ছে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলওয়ের আধিকারিকরা। লাইনচ্যুত বগিটিকে সরিয়ে নিয়ে ফের একবার ট্রেনটিকে ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।