Gamebazz ডেস্ক: মালগাড়ি লাইনচ্যুত হয়ে বিপত্তি। বিহারের সাসারাম স্টেশনে আচমকাই উলটে গেল মালগাড়ির কয়েকটি বগি। আর এর জেরে হাওড়া-দিল্লি রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। এই রুটের প্রায় ১২টি গাড়ি বিলম্বিত বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, দিন দয়াল উপাধ্যায় রেল মডেলের অন্তর্গত এই সাসরাম স্টেশনে মালগাড়িটির ২২টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে আপ এবং ডাউন লাইনের ট্রেন পরিষেবা বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত।
দুর্ঘটনার খবর পেয়েই সাসরাম স্টেশনে পৌঁছেছেন সংশ্লিষ্ট রুটের রেল আধিকারিকরা। দিল্লি-হাওড়া রুট অত্যন্ত ব্যস্ততম, ফলে এই রুটে দীর্ঘক্ষণ পরিষেবা বন্ধ থাকায় যাত্রী বিক্ষোভ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা। ফলে দ্রুতগতিতে মালগাড়ির বগিগুলিকে লাইন থেকে সরানোর কাজ চলছে। জানা যাচ্ছে, এই ঘটনার জেরে বেশ কিছু ট্রেনের রুটও বদল হতে পারে।
জানা গিয়েছে, মুম্বই মেল, যোধপুর, কালকা সহ একাধিক ট্রেন কড লাইন ছেড়ে মেন লাইনে পাটনা হয়ে চালানো হচ্ছে। এর পাশাপাশি দিল্লি থেকে হাওড়াগামী ট্রেন বিকানের, পুরী এক্সপ্রেস জামুতাবি, পূর্বা এক্সপ্রেস ভায়া পাটনা চালানো হচ্ছে।গাড়ি ঘুর পথে চলার ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে।
হাওড়া থেকে কালকা এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে। হাওড়া-যোগনগরী হৃষিকেশ এক্সপ্রেস পরিবর্তিত রুটে চলবে। শিয়ালদা-আজমের এক্সপ্রেসেরও রুট বদল হয়েছে। হাওড়া-মুম্বই এক্সপ্রেস গয়া-পাটনা রুট দিয়ে চালানো হচ্ছে। হাওড়া-যোধপুর এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হচ্ছে গয়া-পাটনা রুটে।