মোটা বেতনে LIC-তে প্রচুর চাকরি, কীভাবে করবেন আবেদন, জানুন বিস্তারে



Gamebazz ডেস্ক: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)এলআইসিতে বহু পদে নিয়োগ শুরু হয়েছে। চিফ টেকনিক্যাল অফিসার (CTO),চিফ ডিজিটাল অফিসার (CDO)ও চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (CISO)পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এলআইসি।  এই বিষয়ে যোগ্য প্রার্থীরা LIC-র অফিশিয়াল ওয়েবসাইটে licindia.in-এ লগ ইন করে আবেদন করতে পারেন। এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর রাখা হয়েছে । প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার পরমার্শ দিয়েছে কোম্পানি। 


গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয় - ১০ সেপ্টেম্বর

আবেদনের শেষ তারিখ -  ১০ অক্টোবর 

আবেদনপত্র সম্পাদনার শেষ তারিখ - ১০ অক্টোবর 

আবেদনপত্র প্রিন্ট করার শেষ তারিখ - ২৫ অক্টোবর


যোগ্যতা


চিফ টেকনিক্যাল অফিসার (CTO): ইঞ্জিনিয়ারিং স্নাতক বা এমসিএ বা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে সমমানের ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর।

চিফ ডিজিটাল অফিসার: কম্পিউটার সায়েন্স/ডিজিটাল মার্কেটিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর।

চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (CISO):একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিকিউরিটি সার্টিফিকেট সহ স্নাতক বা একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। 



নির্বাচন প্রক্রিয়া


প্রার্থীদের তাদের যোগ্যতা, অভিজ্ঞতার ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। আরও বিস্তারিত জানার জন্য প্রার্থীদের নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 


আবেদনের ফি

১০০০ টাকা প্লাস জিএসটি

SC/ST/PWBD প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।


কীভাবে অনলাইনে আবেদন করবেন ?


-প্রথমে LIC-র অফিশিয়াল ওয়েবসাইট licindia.in-এ যান

-হোমপেজে ক্যারিয়ার বিভাগে ক্লিক করুন

-আপনাকে একটি নতুন ওয়েবপেজে পাঠানো হবে

-আবেদন অনলাইন বিকল্পে ক্লিক করুন

-এবার আবেদনের ফর্মটি ফিলাপ করুন

-আবেদন ফি জমা দিন

-আবেদনপত্র ডাউনলোড করুন

-এটির একটি প্রিন্টআউট নিয়ে রাখুন