Gamebazz ডেস্ক: দেশের বাজারে যেকটি সংস্থার স্পোর্টস বাইক বিক্রি করা হয়, Suzuki তাদের মধ্যে অন্যতম। গত জুন মাসেই, ভারতে নতুন বাইক লঞ্চ করার কথা ঘোষণা করে এই সংস্থা। এবার, এই নতুন বাইকগুলি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করল Suzuki। এর মধ্যে রয়েছে বেশ কিছু স্পোর্টস, স্ট্রিট ও অ্যাডভেঞ্চার বাইক। আগামী বছরের শুরু থেকেই একের পর এক এই বাইকগুলি লঞ্চ করবে এই সংস্থা। স্পোর্টস বাইকের মধ্যে রয়েছে GSX-R সিরিজ, স্ট্রিট বাইকের মধ্যে রয়েছে GSX-S সিরিজ। অন্যদিকে, অ্যাডভেঞ্চার বাইকের তালিকায় রয়েছে এবং SV650 standard ও V-storm 650। এছাড়াও রয়েছে Burgman 400 নামক স্কুটার।চলুন দেখে নেওয়া যাক, কোন কোন নতুন বাইক লঞ্চ করতে চলেছে এই সংস্থা।
Suzuki GSX R1000R
GSX-R সিরিজের এই বাইকে আপনি হাই পার্ফরম্যান্সের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল ও একটি বাই-ডিরেকশন্যাল কুইক শিফটার। ফলে আপনি এক অসাধারণ স্পোর্টস রাইডিং-এর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন আপনি। নতুন এই বাইকে থাকছে Showa BFF ও BFRC-Lite সাস্পেনশন কম্পোনেন্ট। এছাড়াও রয়েছে radially mounted Brembo Monobloc Brake Calipers। এছাড়াও রয়েছে 320 MM-এর Brembo T-Drive floating Brake rotors। ফলে, এই বাইকে রয়েছে দুর্দান্ত ব্রেকিং পাওয়ার। ভারতীয় বাজারে এই বাইকটির দাম রাখা হতে পারে প্রায় ১৪.৪০ লাখ টাকা।
Suzuki GSX R1000
গত বছর এই বাইকটি লঞ্চ করা হয়। R1000R বাইকের তুলনায় এই বাইকটি বেশ কিছুটা হালকা। এছাড়াও এই বাইকে আপনি পেয়ে যাবেন একটি চার সিলিন্ডার বিশিষ্ট ৯৮৮ CC-র ইঞ্জিন। এছাড়াও রয়েছে দুর্দান্ত সাস্পেনশন ও ব্রেকিং। ফলে আপনার রাইডিং-এর অভিজ্ঞতা আরও উন্নত হতে চলেছে এই বাইকে। এই বাইকের রয়েছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার। এর মধ্যে রয়েছে Traction Control ও Bi-Directional Quick Shifter। ভারতীয় বাজারে এই বাইকটির দাম রাখা হতে পারে 12.75 লাখ টাকার আশেপাশে।
Suzuki GSX-R750
এই বাইকে আপনি পাবেন একটি চার সিলিন্ডার বিশিষ্ট ৭৫০ সিসির ইঞ্জিন। এছাড়াও, থাকছে উন্নতমানের ফ্রন্ট ও রিয়ার সাস্পেনশন। এছাড়াও, এই বাইকে আপনি পেয়ে যাবেন বেশ কিছু রাইডিং মোডের পাশাপাশি আপনি পাবেন radially mounted Brembo Monobloc Brake। ভারতীয় বাজারে এই বাইকটির দাম রাখা হতে পারে প্রায় ১০ লাখ পঞ্চাশ হাজার টাকা।
Suzuki GSX-R600
এই বাইকে আপনি পেয়ে যাবেন একটি চার সিলিন্ডার বিশিষ্ট ৬০০ সিসির শক্তিশালী ইঞ্জিন। এছাড়াও রয়েছে রেফাইন্ড সাস্পেনশন ও দুর্দান্ত রেকিং পাওয়ার। এই বাইকের উন্নত আর্গোনমিক্সের কারণে আপনি পেয়ে যাবেন উন্নত মানের রাইডার কন্ট্রোল ও কমফোর্ট। ভারতীয় বাজারে এই বাইকের দাম রাখা হতে পারে ৯ লাখ থেকে ৯ লাখ পঞ্চাশ হাজার টাকা।
Suzuki GSX-S1000
এই বাইকে আপনি পেয়ে যাবেন একটি চার সিলিন্ডার বিশিষ্ট ৬০০ সিসির শক্তিশালী ইঞ্জিন। এছাড়াও রয়েছে রেফাইন্ড সাস্পেনশন ও দুর্দান্ত রেকিং পাওয়ার। এই বাইকের উন্নত আর্গোনমিক্সের কারণে আপনি পেয়ে যাবেন উন্নত মানের রাইডার কন্ট্রোল ও কমফোর্ট। ভারতীয় বাজারে এই বাইকের দাম রাখা হতে পারে ৯ লাখ থেকে ৯ লাখ পঞ্চাশ হাজার টাকা।
Suzuki Burgman Scooter
দুর্দান্ত লুকের পাশাপাশি এই বাইকে আপনি পেয়ে যাবেন বেশ কিছু অত্যাধুনিক ফিচার। বিশ্বের সব আধুনিক স্কুটারের মধ্যে অন্যতম এই স্কুটারটি। এই স্কটারে আপনি পেয়ে যাবেন একটি ৪০০ সিসির ইঞ্জিন ও ডুয়াল স্পার্ক টেকনোলজি বিশিষ্ট ইগনিশন সিস্টেম। ফলে, এই স্কুটারে আপনি পাবেন উন্নতমানের মাইলেজ ও পাওয়ার। ভারতের বাজারে এই বাইকটির দাম রাখা হতে পারে ৬ লাখ ৮০ হাজার টাকা।