৩০ সেপটেম্বরের মধ্যে অ্যাকাউন্টে আসবে ২০০০ টাকা? এক ক্লিকে জানুন



Gamebazz ডেস্ক: PM-KISAN প্রকল্পের 12তম কিস্তির টাকা চলতি মাসের শেষেই অগুনতি কৃষকদের হাতে পৌঁছে যাবে। কেন্দ্রীয় সরকার সূত্রের এমনটাই খবর। ফলে যে সমস্ত কৃষক অধীর আগ্রহে এইবারের কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, তাঁদের জন্য নিঃসন্দেহে এটা সুখবর। প্রসঙ্গত, Pradhan Mantri Kisan Samman Nidhi প্রকল্পের অধীনে ইতিমধ্যেই 11তম কিস্তির টাকা কৃষকেরা পেয়েছেন। এই 12তম কিস্তির মাধ্যমে তাঁরা 2000 টাকা করে পাবেন।


PM Kisan প্রকল্পে কারা সুবিধাভোগী পরিবার, সে তথ্য কৃষক পরিবারেরা সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য এটা করা হয়েছে। তাঁরা অবশ্য অনলাইনেও এই সুবিধার স্ট্যাটাস পরীক্ষা করে দেখতে পারেন। এর পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, যারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত, তারা সুবিধাভোগী কৃষকদের মোবাইলেও এই সংক্রান্ত তথ্য পাঠিয়ে দেবে।


অনলাইনে কীভাবে PM Kisan Beneficiary Status দেখা সম্ভব?—



Step 1: প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

Step 2: হোমপেজে ‘Farmers Corner’ নামে একটি পৃথক বিভাগ দেখা যাবে।

Step 3: ‘Farmers Corner’ বিভাগে ‘Beneficiary Status’ নামে একটি ট্যাব রয়েছে। সেখানে ক্লিক করতে হবে।

Step 4: তাছাড়া https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx এই লিঙ্কেও সরাসরি যাওয়া যেতে পারে।

Step 5: সংশ্লিষ্ট পেজটি খোলার পরে নিম্নলিখিত নথির মধ্যে যে কোনও একটি দিতে হবে— আধার নম্বর, PM Kisan অ্যাকাউন্ট নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর

Step 6: তথ্যগুলি পূরণের পরে Get Data option-এ ক্লিক করতে হবে। সেখানে beneficiary status দেখা যাবে।


যদি প্রয়োজনীয় সমস্ত তথ্য দেওয়ার পরেও কারও নাম সুবিধাভোগী তালিকায় না থাকে, তা হলে সরাসরি সরকারের কাছে অভিযোগ জানানো যাবে।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কেন্দ্রীয় সরকার অধীনস্থ প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল PM Kisan প্রকল্প। এই প্রকল্পের অধীনে চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার 1.80 লক্ষ কোটি টাকা খরচ করেছে।


এই প্রকল্প December 2018-এ পরিকল্পনা করা হয়েছিল। প্রকল্পের উদ্দেশ্য ছিল, আর্থিক সাহায্য প্রয়োজন, এমন কৃষক পরিবারের হাতে অর্থ তুলে দেওয়া। পরের বছর, অর্থাৎ 2019 সালের ফেব্রুয়ারিতে এই প্রকল্প চালু হয়েছিল।