Gamebazz ডেস্ক: ফের বলিউডে শোকের ছায়া। প্রয়াত অভিনেতা রণবীর শোরের বাবা বিশিষ্ট পরিচালক কৃষ্ণাণ দেব শোরে। শুক্রবার রাতে জীবনাবসান হয় এই স্বনামধন্য পরিচালকের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বর্ষীয়ান পরিচালকের প্রয়াণে শোকের ছায়া টিনসেল টাউনে। টুইটার ও ইনস্টা হ্যান্ডেলে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন কঙ্কনা সেন শর্মার প্রাক্তন স্বামী রণবীর শোরে। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বন্ধুবান্ধব থেকে আত্মীর পরিজন ও ইন্ডাস্ট্রির সহকর্মীরা কৃষ্ণাণ দেব শোরের আত্মার শান্তি কামনা করেছেন। সেই সঙ্গে ছেলের প্রতিও সহানুভূতি প্রদর্শন করেছেন। রণবীরের কাছে তাঁর বাবাই ছিলেন গ্রেটেস্ট সোর্স অফ 'ইন্সপিরেশন অ্যান্ড প্রোটকশন' অর্থাৎ বাবাই ছিলেন তাঁর অনুপ্রেরণা ও ছত্রছায়া।
বাবার হাসি মুখের পুরনো ছবি পোস্ট করে ক্যাপশনে রণবীর শোরে লিখেছেন, "আমার প্রিয় বাবা কৃষ্ণাণ দেব শোরে শুক্রবার রাতে প্রয়াত হয়এছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ছেলে-নাতি নিয়ে সুখের সংসার ছিল তাঁর। এত বছরে বাবার জীবনে অনেক সুখের ও সুন্দর স্মৃতি ছিল। আমি জীবনের একটা মবল্যবান জিনিস হারিয়ে ফেললাম। আমার জীবনে বাবাই ছিলেন গ্রেটেস্ট সোর্স অফ 'ইন্সপিরেশন অ্যান্ড প্রোটকশন।"
আটের দশকের একজন জনপ্রিয় পরিচালক ও প্রযোজক হিসাবে তাঁর খ্যাতি ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পরিচালনার পাশাপাশি প্রযোজনার কাজও করতেন কঙ্কনা সেন শর্মার প্রাক্তন শ্বশুরমশাই। Zinda Dil, Be-Reham, আর Bad Aur Badnaam-এর মতো ছবির প্রযোজনার কাজ করেছিলেন রণবীর শোরের বাবা কৃষ্ণা দেব শোরে। Maha-Yuddh ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রণবীরে বাবা।