আরও ব্যবসা বাড়াচ্ছে টাটারা, Bisleri কিনতে আগ্রহী গ্রুপ



Gamebazz ডেস্ক: এবার Bisleri International-এ স্টেক কিনতে চলেছে টাটা গ্রুপ। এরফলে দেশের সবচেয়ে নামি পানীয় জলের সংস্থাতেও স্টেক থাকতে চলেছে দেশের অন্যতম বৃহত্তম গোষ্ঠীর। বিসলেরি বর্তমানে ভারতের সবচেয়ে বড় প্যাকেজড ওয়াটার কোম্পানি। এটির বর্তমান মালিক রমেশ চৌহান।সূত্রে খবর, টাটা গ্রুপ বিসলেরি-তে স্টেক কেনার ব্যাপারে অত্যন্ত উৎসাহী। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি সত্যিই টাটারা এই স্টেক কিনে নেয়, সেক্ষেত্রে ভারতে এন্ট্রি-লেভেল, মিড-সেগমেন্ট এবং প্রিমিয়াম প্যাকেজড পানীয় জলের দুনিয়ায় টাটাদের প্রবেশ ঘটবে।


এই ব্যবসার ফলে টাটার রেডি-টু-মার্কেট নেটওয়ার্ক বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি হোটেল ও বিমানবন্দর ছাড়াও, বিসলেরি মিনারেল ওয়াটার বাল্ক-ওয়াটার ডেলিভারিতে এগিয়ে রয়েছে। নানা ছোট বড়া দোকানেও জলের মাধ্যমে প্রবেশ ঘটবে টাটাদের।


বিসলেরির ওয়েবসাইট অনুযায়ী, গোটা দেশজুড়ে বিসলেরির 150 টিরও বেশি ম্যানুফ্য়াকচারিং প্ল্যান্ট রয়েছে। 4000 এর বেশি ডিস্ট্রিবিউটর রয়েছেন ও একইসঙ্গে ভারতে রয়েছে 5000 ট্র্য়াকও। একটি প্যাকেটজাত পানীয় জলের সংস্থা হিসেবে বিসলেরির এই নেটওয়ার্ক যে যথেষ্টই আকর্ষণীয়, তা অস্বীকার করছেন না কেউই। আর সেই কারণেই টাটা গ্রুপও এই সংস্থায় বিনিয়োগ করতে চাইছে। তবে একটি সূত্র জানাচ্ছে, আদৌ এই চুক্তি নিয়ে কোনও কথা বলা এখন উচিত না। কারণ এটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। চুক্তি হয় কিনা সেদিকে নজর রয়েছে বিশেষজ্ঞদের।


তবে এখন পর্যন্ত বিসলেরি বা টাটা গ্রুপের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। বাজারের কোনও জল্পনায় টাটা গ্রুপ মন্তব্য করে না সংবাদমাধ্যমকে জানিয়েছেন টাটা গ্রুপের এক আধিকারিক। বিসলেরির পক্ষ থেকেও বক্তব্য প্রায় একই ধাঁচের।