বিরাট করছাড়! এই ৪ স্কিমে মালামাল প্রবীণ নাগরিকরা



Gamebazz ডেস্ক: আয়কর আইনের 80C-ধারার অধীনে নির্দিষ্ট কিছু বিনিয়োগের ক্ষেত্রে কর ছাড় পান নাগরিকরা। জেনে নিন কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে মিলতে পারে কর ছাড়।


-নির্দিষ্ট মেয়াদের জন্য কর-মুক্ত বন্ডে বিনিয়োগ করলে ভালো ক্রেডিট রেটিং এবং ভালো ম্যাচিওরিটি (YTM) রিটার্ন পাবেন। কর-মুক্ত বন্ডের সুদ আয়করের অধীনস্থ নয়। তবে ১ বছরের পরে এই বন্ড বিক্রি করা আপনার আয়কর স্ল্যাব অনুযায়ী করযোগ্য হবে। ১ বছরের পরে লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স হিসাবে ১০% দিতে হবে।


-এফডি-র থেকেও ভালো রিটার্ন চাই? সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম করতে পারেন। এতেও আয়কর আইনের 80C-ধারার অধীনে কর ছাড় পাবেন। 


-আয়কর আইনের 80C-ধারার অধীনে, ফিক্সড ডিপোজিটের উপর কর ছাড়ের মাধ্যমে প্রতি অর্থবর্ষে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। প্রবীণ নাগরিকদের জন্য এটি সেরা অপশন কারণ, ফিক্সড ডিপোজিটে ঝুঁকিমুক্ত রিটার্ন, কর ছাড় পাবেন।


- এনপিএসে যোগদানের বয়সসীমা ১৮ থেকে ৭০ বছর। এতেও 80 CCD (1) ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। 80CCD (1B) ধারার অধীনে NPS-এ কর ছাড় হবে (Tier I অ্যাকাউন্টে) ৫০ হাজার টাকা।