কম দামে ভালো মানের SUV কিনতে চান? রইল তালিকা



Gamebazz ডেস্ক: বিগত কয়েক মাসে দেশের বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে SUV গাড়ির চাহিদা। বাড়তি জায়গা, উন্নত গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুর্দান্ত রোড প্রেজেন্সের জন্য ছোট গাড়ির তুলনায় এই গাড়িগুলিকেই বেশি পছন্দ করছেন গ্রাহকরা। তবে, পছন্দের তালিকায় থাকলেও অনেক ক্ষেত্রেই সাধ্যের বাইরে চলে যাচ্ছে এই SUV গাড়িগুলির দাম। 


তবে ভারতের বাজারে এমন কিছু SUV গাড়ি রয়েছে যেগুলির দাম একেবারেই আপনার সাধ্যের মধ্যেই থাকতে চলেছে। এই গাড়িগুলিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচারও থাকছে। তাই আপনি যদি কয়েকদিনের মধ্যেই নতুন একটি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। চলুন দেখে নেওয়া যাক ভারতীয় বাজারে আট লাখ টাকার মধ্যে রয়েছে কোন SUV-


Tata Punch


যদি আপনার বাজেট আট লাখ টাকার মধ্যে হয়, তাহলে অবশ্যই এই গাড়িটি কিনতে পারেন আপনি। Tata Motors-এর তৈরি এই গাড়িতে আপনি পেয়ে যাবেন একটি শক্তিশালী ইঞ্জিন। এই গাড়িতে আপনি পেয়ে যাবেন বেশ কিছু অত্যাধুনিক ফিচার। এর মধ্যে রয়েছে প্রোজেক্টর হেডল্যাম্প, অটো হেডল্যাম্প, রেন সেন্সিং ওয়াইপার, কুলড গ্লাভ বক্স, ক্লাইমেট কন্ট্রোল, সাত ইঞ্চের টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এই গাড়িতে আপনি পেয়ে যাবেন একটি 1.2 লিটারের ন্যাচার‍্যালি অ্যাস্পিরেটেড রেভোট্রন পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে আপনি পেয়ে যাবেন 84.4 BHP-র পাওয়ার ও 113 NM-এর টর্ক। এছাড়াও, এই গাড়িতে আপনি পেয়ে যাবেন একটি 5 স্পিডের ম্যানুয়াল গিয়ার বক্স। ভারতীয় বাজারে এই গাড়িটির দাম শুরু হচ্ছে 5 লাখ 95 হাজার টাকা থেকে।


Nissan Magnite


এটিও একটি সাব-কমপ্যাক্ট SUV যার দৈর্ঘ্য চার মিটারের কম। এই গাড়িতে আপনি পেয়ে যাবেন একটি 8 ইঞ্চের ইনফোটেইনমেন্ট সিস্টেম। সঙ্গে রয়েছে আন্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে-র মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এছাড়াও রয়েছে পুশ বটন স্টার্ট, স্মার্ট কি, অটোমেটিক এয়ার কন্ডিশনার, পিছনের AC ভেন্ট, ক্রুজ কন্ট্রোল ও ওয়্যারলেস ফোন চার্জার, এয়ার পিউরিফায়ার সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এই গাড়িতে আপনি পেয়ে যাবেন একটি 1 লিটারের ইঞ্জিন। ম্যানুয়াল ও অটোমেটিক, দুই ধরণের ট্র্যান্সমিশনই পাবেন এই গাড়িতে। ভারতীয় বাজারে এই গাড়িটির দাম শুরু হচ্ছে 5 লাখ 97 হাজার টাকা থেকে।


Mahindra KUV100 NXT


আপনি কি কম দামের মধ্যে একটি সম্পূর্ণ পারিবারিক গাড়ি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত অপশন । Mahindra KUV100 NXT গাড়িতে আপনি পেয়ে যাবেন 6 জনের বসার আসন। এছাড়াও এই গাড়িতে রয়েছে 7 ইঞ্চের একটি ইনফোটেইনমেন্ট সিস্টেম, 6 স্পিকারের অডিও সিস্টেম, GPS ন্যাভিগেশন, স্টিয়ারিং মাউন্টেড অডিয়ো কন্ট্রোল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এই গাড়িতে রয়েছে 82 BHP-র পাওয়ার ও 115 NM-র টর্ক। এই গাড়িতে আপনি পেয়ে যাবেন 5 স্পিডের ম্যানুয়াল গিয়ার বক্স। ভারতীয় বাজারে এই গাড়িটির দাম শুরু হচ্ছে 6 লাখ 2 হাজার টাকা থেকে।


Renault Kiger


কম দামের SUV গাড়িগুলির মধ্যে এই গাড়িটি খুবই জনপ্রিয়। এই গাড়িতে একটি আট ইঞ্চের টাচ-স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের পাশাপাশি আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এছাড়াও এই গাড়িতে রয়েছে মোট চারটি স্পিকার, ওয়্যারলেস চার্জিং, USB, ব্লুটুথ, রিয়ার ক্যামেরা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এই গাড়িতে আপনি পাবেন তিন সিলিন্ডার বিশিষ্ট একটি 1 লিটারের পেট্রল ইঞ্জিন। ভারতীয় বাজারে এই গাড়িটির দাম শুরু হচ্ছে 5 লাখ 99 হাজার টাকা থেকে।