Gamebazz ডেস্ক: অফিস, স্কুল, কলেজ, ব্যাঙ্ক সহ সর্বত্র এক গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচিত হয় আধার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে সরকারি প্রকল্পের সুবিধা সহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ নথি কাজ করে আধার। যদিও আধারকে ব্যবহার করে সম্প্রতি আর্থিক প্রতারণার সংখ্যা বাড়ছে। আর এই কারণেই আধার হোল্ডারদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে UIDAI। এই কেন্দ্রীয় সরকারি সংস্থাটি আধারের দেখভালের দায়িত্বে রয়েছে।UIDAI আধার ব্যবহারের নিয়মাবলীতে কিছু বদল এনেছে। আধার ব্যবহারের সময় সুরক্ষিত থাকতে কী কী করবেন? দেখে নিন।
-UIDAI -এর তরফ থেকে জানানো হয়েছে সাইবার ক্যাফে, কিয়স্ক অথবা কোন পাবলিক কম্পিউটার থেকে e Aadhaar ডাউনলোড করবেন না। কোন উপায় না থাকলে যে কম্পিউটার থেকে ই-আধার ডাউনলোড করছেন সেখানে বিশেষ খেয়াল রাখুন। কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে কম্পিউটার থেকে ই-আধার ডিলিট করে দিন।তবে জেনে রাখা প্রয়োজন কম্পিউটার থেকে ই-আধার ডিলিট করলে তা রিসাইকেল বিনে জমা হবে। তাই রিসাইকেল বিন থেকেও ডিলিট করতে হবে এই ফাইল।
-আধার কার্ড ব্যবহার করে প্রতারণার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর এই কারণেই অনেকে জানতে চেয়েছেন 12 ডিজিট আধার কার্ড ব্যবহার করে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্ভব কি না? উত্তরে UIDAI জানিয়েছে 12 ডিজিট আধার নম্বর ব্যবহার করে কোন ভাবেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক সম্ভব নয়। UIDAI জানিয়েছে আধারকে আরও সুরক্ষিত করতে মাস্কড আধার ব্যবহার শুরু করতে পারেন।
-এছাড়াও UIDAI -এর তরফ দেশের নাগরিকদের আধার কার্ড কোথাও রেখে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা পাবলিক প্ল্যাটফর্মে আধারের তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। এছাড়াও আধার OTP ও mAadhaar কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে UIDAI।