সপ্তাহান্তেও থাকবে নিম্নচাপের দাপট, আজও ভেসে যাবে বাংলার ৮ জেলা



Gamebazz ডেস্ক: আপাতত ভ্যাপসা গরমের থেকে রেহাই মিলেছে। গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে ভালই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। এর মাঝেই হাওয়া অফিস জানাচ্ছে, সরাসরি বাংলার উপরে অবস্থান না করলেও এখনও কাটেনি নিম্নচাপের ফাঁড়া। ফলে আগামী ৩-৪ চারদিন বাংলার বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। 


আজ বৃহস্পতিবার ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার  দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।তবে এদিন থেকে বৃষ্টি কমবে। যদিও বৃহস্পতিবার সকালে শহরের দিন শুরু হয়েছে আকাশের মুখ ভার করেই। সঙ্গে চলেছে হালকা বৃষ্টিও।  


এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে । সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার,আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।  বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকায় উত্তরবঙ্গে তাপমাত্রা খুব একটা বাড়বে না। 


বর্তমানে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও সংলগ্ন এলাকায়। যা বাংলা থেকে অনেকটাই দূরে। পাশাপাশি আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ।বাংলাদেশ হয়ে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সেটি বিস্তৃত রয়েছে। যার প্রভাব পড়ছে বাংলায়।  তবে আবার রবিবার নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাব শুরু হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে ১৮ সেপ্টেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।