Gamebazz ডেস্ক: 12,000 টাকার কমে নতুন iPhone কেনার সুযোগ করে দিল Flipkart। ইতিমধ্যেই ডিসকাউন্টে শুরু হয়েছে iPhone SE 2 বিক্রি। তবে শুধু iPhone SE 2 নয়, iPhone SE 3-তেও অবিশ্বাস্য অফার নিয়ে এসেছে ই-কমার্স সংস্থাটি। 25,000 টাকার কম খরচে এই ফোন কেনার সুযোগ পাওয়া যাচ্ছে।
iPhone SE 2: অফার
64 GB স্টোরেজে iPhone SE 2 -এর দাম 39,990 টাকা। ইতিমধ্যেই এই ফোনে 9,401 টাকা ছাড় দিচ্ছে Flipkart। অর্থাৎ 30,499 টাকায় এই ফোন কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। এর সঙ্গে আরও অফার যুক্ত করে আরও কম দামে এই ফোন কেনার সুযোগ পাবেন।
Flipkart -এ এই ফোনে পাওয়া যাচ্ছে এক্সচেঞ্জ অফার। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 19,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এর ফলে 11,499 টাকা খরচ করে Flipkart থেকে এই ফোন কেনার সুযোগ পাওয়া যাবে। এর সঙ্গে Flipkart Axis Bank ক্রেডিট কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 5 শতাংশ ক্যাশব্যাক। যদিও স্মার্টফোন এক্সচেঞ্জে কত দাম পাবেন তা ঠিক করবে Flipkart। ফোনের মডেল ও অবস্থার উপরে এই ছাড় নির্ভর করবে।
iPhone SE 3: অফার
iPhone SE 3 -তেও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে Flipkart। এই ফোনের দাম 49,900 টাকা। যদিও 6,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর ফলে 43,900 টাকায় iPhone SE 3 কেনার সুযোগ পাবেন। এই ফোনের সঙ্গেও সর্বোচ্চ 19,000 টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এর ফলে 24,900 টাকা খরচ করে কিনতে পারবেন এই স্মার্টফোন। এই ফোনের সঙ্গেই Flipkart Axis Bank ক্রেডিট কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 5 শতাংশ ক্যাশব্যাক। যদিও স্মার্টফোন এক্সচেঞ্জে কত দাম পাবেন তা ঠিক করবে Flipkart। ফোনের মডেল ও অবস্থার উপরে এই ছাড় নির্ভর করবে।