এবার এডিট করা যাবে WhatsApp মেসেজ, নয়া ফিচারে চমক!



Gamebazz ডেস্ক: বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ WhatsApp নিয়মিত নতুন ফিচার নিয়ে হাজির হয়। এই মেসেজিং অ্যাপে ফের যুক্ত হতে চলেছে নতুন এক ফিচার। শীঘ্রই এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেসেজ পাঠানোর পরেও তা এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে এই খবর জানানো হয়েছে। Edit Message নামে একটি ফিচার যুক্ত হতে চলেছে এই মেসেজিং অ্যাপে। তাড়াহুড়োর মধ্যে ভুল মেসেজ পাঠিয়ে দিলে এবার থেকে আর ডিলিট করে ফের নতুন মেসেজ পাঠানোর প্রয়োজন হবে না। পুরনো মেসেজটি এডিট করে ঠিক করে নেওয়া যাবে।


Android ডিভাইসে WhatsApp বেটা ভার্সন 2.22.20.12-তে প্রথম এই ফিচার দেখা গিয়েছে বলে জানানো হয়েছে। শীঘ্রই সব গ্রাহকের ফোনে Edit Message ফিচার পৌঁছে যেতে পারে। তবে বেটা টেস্টারদের ফোনে প্রথম এই ফিচার আসবে বলে জানা গিয়েছে।যদিও এই ফিচার কী ভাবে কাজ করবে তা এখনও জানা যায়নি। তবে কোন মেসেজ একবার এডিট করা হলে পাশে ‘Edited’ চিহ্ন দেখাতে পারে WhatsApp। 


এদিকে আপনি অনলাইন থাকলে তা কে দেখতে পাবে নিয়ন্ত্রণের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে WhatsApp। Android beta গ্রাহকদের জন্য hide online status ফিচার নিয়ে এসেছে মার্কিন মেসেজিং অ্যাপটি। WhatsApp beta Android 2.22.20.9 ভার্সনে প্রথম এই ফিচার দেখা গিয়েছে। চলতি বছর অগাস্টে প্রথম এই ফিচারের ঘোষণা করা হয়েছিল।