ফোনের পাসওয়ার্ড মনে রাখতেই নাজেহাল অবস্থা! এই একটি অ্যাপেই সব সমস্যার সমাধান



Gamebazz ডেস্ক: তথ্য সুরক্ষিত রাখার জন্য সব সময় ফোনে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা প্রয়োজন। কারণ অন্যের হাতে ফোন গেলে সহজেই যেন সেই ফোন আনলক করা না যায়। কিছু দিন অন্তর সেই পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজনও রয়েছে। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাঁরা পাসওয়ার্ড ভুলে যান বারবার। এর ফলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকেই দোকানে নিয়ে গিয়ে নিজেদের ফোন আনলক করিয়ে নিয়ে আসেন। কিন্তু ঘরে বসেই এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব।


তারজন্য একেবারে প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোরে গিয়ে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড অ্যাপ ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এটি যে কোনও স্মার্টফোনেই ডাউনলোড করা যায়। এই অ্যাপের সব থেকে বড় সুবিধা হল পাসওয়ার্ড পরিবর্তন না করলেও পাসওয়ার্ড বদলাতে থাকে। বিষয় হল, এই অ্যাপে ঘড়ি ধরে পাসওয়ার্ড তৈরি হয়ে যায়। অর্থাৎ যদি ফোনে ১ টা ৩১ মিনিট সময় দেখায়, তাহলে সেই মুহূর্তে সেটাই ওই ফোনের পাসওয়ার্ড। পরের মিনিটেই স্মার্টফোনের পাসওয়ার্ড বদলে যাবে। এক নজরে দেখে নিন এটি ব্যবহার করার উপায়।


স্ক্রিন লকটাইম পাসওয়ার্ড ব্যবহার করার উপায় -


- গুগল প্লে স্টোর থেকে স্ক্রিন লকটাইম পাসওয়ার্ড ইন্সটল করতে হবে।


- এই অ্যাপ খোলার করার পর দু’টি বিকল্প দেখতে পাওয়া যাবে।


- এরপর ‘এনাবেল লক’ বিকল্পে ক্লিক করে সেটি অন করতে হবে।


- এরপর স্কিন লক অপশনে ক্লিক করতে হবে।


- সেখানে পাসওয়ার্ড রিকভারি করার জন্য বিভিন্ন অপশন পাওয়া যাবে। এখান থেকে নিজেদের পছন্দমতো একটি অপশন বেছে নিতে হবে।


- এরপর ফোন লক হয়ে যাবে যা খোলার জন্য রিয়েল টাইম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে।


অ্যাপ লক হাইড করার উপায় -


এই অ্যাপ লক ব্যবহার করার আগে জেনে রাখা প্রয়োজন যে, সেটি ডিলিট করার পর সাধারণ পাসওয়ার্ড দিয়েই স্মার্টফোন আনলক করা সম্ভব। সেই সময় খুবই জরুরি সেই অ্যাপ ‘হাইড’ করে দেওয়া। এর ফলে অন্য কোনও ব্যক্তি সেই অ্যাপ সম্পর্কে জানতে পারবে না। অ্যাপ হাইড করার জন্য স্মার্টফোনের সেটিং অপশনে গিয়ে অ্যাপসে ক্লিক করতে হবে। এরপর নিজেদের স্ক্রিনে লকটাইম পাসওয়ার্ড-এ ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাপ হাইড অথবা আনইন্সটল করে ডিসেবল করা সম্ভব।