Gamebazz ডেস্ক: ষষ্ঠী থেকে দশমী চারবেলা পেট পুরে সুস্বাদু খাবার খেতেই হবে। এদিকে পুজোর কটা দিন বাড়িতে রান্না করতেও ইচ্ছে করে না। আমিষাশীদের পাল্লা ভাড়ি থাকলেও নিরামিষাশীদের সংখ্যাও নেহাত কম নয়। তবে আমিষ বা নিরামিষ যাই হোক না কেন খাবারটি হতে হবে সুপার টেস্টি।তাই এই কটা দিন রান্না না করে ষষ্ঠী থেকে দশমী শহরের এই রেস্তোরাঁগুলি থেকে ঘুরে আসতে পারেন।
কলকাতার রাজবাড়ি
দক্ষিণ কলকাতার কালীঘাটের জনপ্রিয় রেস্তোরাঁ কলকাতার রাজবাড়িতে সাবেকি বাঙালি খাবারের বিশেষ থালি মিলবে পুজোর কটা দিন। পুজোর কটা দিন মানে পঞ্চমী (৩০ অক্টোবর) থেকে দশমী (৫ অক্টোবর) পর্যন্ত। খাবারের মেনু খাঁটি বাঙালি। বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, মাছের মাথা দিয়ে মুগ ডাল সহ বিভিন্ন রকমের ডাল, ঝিরিঝিরি আলুভাজা, বাঙালি মাছ-মাংসের পদ সবই পাবেন এখানে। পুজোর কটা দিন একেক দিনে একেক মেনু। তবে সরাসরি রেস্তোরাঁয় না গিয়ে ফোন করে আগে থেকে বুক করে নিলে ভালো হয়।
দ্য সল্ট হাউস
খাঁটি বাঙালি ভোজের সঙ্গে সঙ্গে ফিউশন পদও পেয়ে যাবেন দ্য সল্ট হাউস রেস্তোরাঁতে। কাসুন্দি মেয়ো, নাচোস এবং ঘুগনি চাট, পনির কাঠি পিজ্জা, মিসো চিকেন কাবাব, গ্রিলড তোগরাশি ভেটকি, চিকেন কাঠি পিজ্জার পাশাপাশি পাবেন মোচার চপের মতো খাঁটি বাঙালি স্টার্টার। এছাড়াও নিরামিষ পদে পাবেন সবুজ মুগ, ছোলার ডাল এবং এদামে রিসোটো, ব্রোকোলি ও বেগুন টেম্পুরা, আলু ভাজা, পোস্তো গ্রেভিতে মিষ্টি আলুর গনোচি, শুক্তো। আমিষ খাবারের মধ্যে রয়েছে ভেটকি, কষা মাংস, মটন চাপ, সর্ষে পোস্তো চিংড়ি, গোবিন্দভোগ চালের ভাত, কলমি শাক, রসুনের চাটনির সহ পেঁয়াজ কুলচা এবং আরও অনেক কিছু। এই বিশেষ মেনু মিলবে ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।
হোমলিজেস্ট
পুজোর সময় অনেকেই ভিড় ভাট্টা পছন্দ করেন না। প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার চাইতে বাড়িতে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিতে পছন্দ করেন বহু বাঙিল। তাছাড়া রেস্তোঁয়ায় লাইন দিয়ে খেতে যেতেও ভালো লাগে না। অগত্যা তাঁদের জন্য আদর্শ হতে পারে হোমলিজেস্ট। হোমলিজেস্টের ক্লাউড কিচেনে রয়েছে অসাধারণ সব পদ। কলাপাতায় ছানা ভাপা, ধোকার ডালনা, নারকেল দিয়ে ছোলার ডাল, দই পটল, রাধা বল্লভি, আম চাটনি, নলেন গুড়ের পায়েস, নারকেলের সন্দেশ পাবেন অর্ডার দিলেই। এই বিশেষ পুজোর মেনুগুলি পাবে ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত৷ অনলাইনে খাবার অর্ডার করা যাবে।