ফোন থেকেই করা যাবে পাসপোর্টের জন্য আবেদন, পোস্ট অফিসে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন



Gamebazz ডেস্ক:  কলকাতার বাসিন্দা হলেও মুম্বইয়ে অথবা দেশের যে কোন প্রান্তে বসে বসে করা যাচ্ছে পাসপোর্টের আবেদন। পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সহজ করতে কেন্দ্রের তরফ থেকে নিয়ে আসা হয়েছে নয়া অ্যাপ। mPassport Seva অ্যাপ ব্যবহার করে দেশের যে কোন প্রান্তে বসে পাসপোর্টের আবেদন করতে পারবেন ভারতের নাগরিকরা। এই অ্যাপ থেকে পাসপোর্টের আবেদন করার নিয়ম দেখে নিন:


-ফোনে mPassport Seva অ্যাপ ডাউনলোড করুন। Android ও iOS গ্রাহকরা নিজের ফোনে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এছাড়াও চাইলে পাসপোর্ট ওয়েবসাইট থেকেও একই কাজ করা যাবে। তৈরি করুন নিজের ID।


-পাসপোর্ট আবেদন প্রসেসিংয়ের জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিস (RPO), পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) অথবা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের (POPSK) মধ্যে যে কোন একটি বেছে নিতে পারবেন। আগে পাসপোর্টের আবেদন করার নিজের শহরের কেন্দ্র বেছে নেওয়া বাধ্যতামূলক হলেও এখন দেশের যে কোন প্রান্ত থেকে এই কাজ করা যায়।


-পাসপোর্টের আবেদন জমা দেওয়ার সময় অ্যাপয়েনমেন্ট শিডিউল করতে হবে। করতে হবে অনলাইন পেমেন্ট।


-পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হলে আবেদনপত্রে যে ঠিকানা দেওয়া হয়েছে সেই সেখানেই ঠিকানা যাচাই করতে পৌঁছবে পুলিশ। যদিও আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেই আপনার পাসপোর্ট প্রিন্ট করে তা ডেসপ্যাচ করা হবে। যে আঞ্চলিক পাসপোর্ট অফিসের অধীনে আপনার বাড়ির ঠিকানা সেই অফিস থেকেই পাঠানো হবে পাসপোর্ট।


mPassport Seva App থেকে পাসপোর্ট আবেদন কী ভাবে?


-প্রথমে নিজের ফোনে mPassport Seva অ্যাপ ডাউনলোড করুন

-এবার অ্যাপ ওপেন করে New User Register সিলেক্ট করুন

-ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করুন পাসপোর্ট অফিস

-এবার আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাই এই অ্যাপ। সব এন্টার করুন

-এবার আপনার ইউনিক লগইন ID এন্টার করুন

-এবার আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে

-Captcha কোড এন্টার করে Submit সিলেক্ট করুন

-এবার আপনার ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পৌঁছবে। এই লিঙ্কে ক্লিক করলে অ্যাকটিভ হবে অ্যাকাউন্ট।এই লিঙ্কে ক্লিক করুন

-এবার একটি ওয়েবসাইট ওপেন হবে যেখানে লগইন ID কনফার্ম করতে বলবে

-অ্যাকাউন্ট ভেরিফিকেশন শেষ হলে অ্যাপ বন্ধ করে ফের ওপেন করুন

-এবার পাসপোর্টের আবেদন করার জন্য Existing User সিলেক্ট করুন

-এখানে ইউজার ID ও পাসওয়ার্ড দিয়ে captcha দিয়ে দিন

-এখানে ফর্ম ভর্তি করে আবেদনের প্রক্রিয়া শেষ করতে হবে

-এর পরে অ্যাপয়েনমেন্টের সময় ঠিক করে অনলাইনে ফি জমা দিতে হবে

-এবার আঞ্চলিক পাসপোর্ট অফিস (RPO), পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) অথবা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে (POPSK) ডকুমেন্ট ভেরিফাই করতে হবে

-ভেরিফিকেশন প্রক্রিয়া সফল হলে হাতে পাবেন পাসপোর্ট