Gamebazz ডেস্ক: পঞ্চমীর রাত থেকেই বাড়িত মেট্রো চালবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনে । এদিন মোট ২৮৮টি মেট্রো মিলবে এই রুটে। শেষ মেট্রো রাত ১০টা বেজে ৫০ মিনিট পর্যন্ত। মণ্ডপমুখী দর্শনার্থীদের সুবিধার্থেই বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, পঞ্চমী থেকে ষষ্ঠী পর্যন্ত ২৮৮টি মেট্রো চলবে। রাত ১০টা বেজে ৫০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে কবি সুভাষ থেরে দক্ষিণেশ্বর রুটে। পঞ্চমী থেকে ষষ্ঠী দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫০ মিনিটে।
মোট মেট্রো পথে কোন বিখ্যাত পুজো?
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো রুটে রয়েছে উত্তর কলকাতার একাধিক বিখ্যাত পুজো মণ্ডপ। তালিকায় অবশ্যই থাকবে বাগবাজার সর্বজনীন, কুমোরটুলি পার্ক, জগৎ মুখার্জি পার্ক, অহিরীটোলা সর্বজনীন, টালা পার্ক, টালা বারোয়ারি। বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামছে ঢুঁ মারা যাবে মেট্রো রেলওয়ে আবাসিক সংঘ, টালা পার্ক, নতুন পল্লি প্রদীপ সংঘ, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক তরণ দল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলে দেখে নেওয়া যাবে বাগবাজার সর্বজনীন। কালীঘাট মেট্রো স্টেশনে নামলে পৌঁছে যাওয়া দক্ষিণ কলকাতার একগুচ্ছ বড় পুজো মণ্ডপে। তালিকায় রয়েছে দেশপ্রিয় পার্ক, সংঘশ্রী, সিংহি পার্ক, প্রসার নবডাঙা সংঘ, বাদামতলা আষাঢ় সংঘ, আদি লেক পল্লি, সমাজসেবী সংঘ, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, একডালিয়া এভারগ্রিনে। গীতাঞ্জলী মেট্রো স্টেশন থেকে যাওয়া যায় নাকতলা উদয়ন সংঘের পুজো মণ্ডপে।