প্রতীক্ষার অবসান ! মোদির হাত ধরে দেশে 5G, ৩ ঘণ্টার সিনেমা ডাউনলোড ৩ সেকেন্ডে



Gamebazz ডেস্ক: ভারতে টেলি পরিষেবার বৈপ্লবিক পরিবর্তন।ফাইভ জি পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।দিল্লির প্রগতি ময়দানে ফাইভ জি পরিষেবার সূচনা করলেন মোদি। দিল্লি,কলকাতা, মুম্বই সহ দেশের ১৩টি শহরে মহাষষ্ঠী থেকেই শুরু হল ফাইভ জি পরিষেবা।‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’-এ ফাইভ জির উদ্বোধন করে ঐতিহাসিক বলে দাবি করলেন প্রধানমন্ত্রী। 


ফোর জি-র চেয়ে ঠিক কতটা দ্রুত পরিষেবা মিলবে ফাইভ জি-তে? ২০ GBPS স্পিডে মিলবে ফাইভ জি পরিষেবা। সোজা হিসেবে বললে, ফাইভ জি-তে তিন ঘণ্টার সিনেমা মাত্র তিন সেকেন্ডে ডাউনলোড করা যাবে।শুধু টেলি পরিষেবা নয়, ভারতের অর্থনীতিতে ফাইভ জি বড় অবদান রাখবে বলে দাবি। ২০২৩-২০৪০ এর মধ্যে ফাইভ-জি প্রযুক্তি বাবদ ভারতের অর্থনীতিতে অতিরিক্ত ৫০ কোটি ডলার আসতে চলেছে। ফোর জি নেটওয়ার্কের থেকে এই ফাইভ জি অন্তত ১০ গুণ গতিশীল হবে বলে দাবি। 


সম্প্রতি ফাইভ জি স্পেকট্রামের নিলাম হয়৷ফাইভ জি স্পেকট্রামের সবচেয়ে বেশি বরাত পেয়েছে মুকেশ অম্বানীর সংস্থা রিল্যায়্যান্স জিয়ো। তারা ফিফথ জেনারেশন বা ফাইভ-জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে। মোট ১০টি ব্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে ৭১ শতাংশ বিক্রি হয়েছে প্রায় দেড় লক্ষ কোটি টাকায়।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতের এক তৃতীয়াংশের বেশি মোবাইলে ২০৩০ সালের মধ্যে ফাইভ-জি পরিষেবা চালু হয়ে যাবে।