Gamebazz ডেস্ক: ব্যাঙ্কের থেকেও পাবেন বেশি রিটার্ন ! সম্প্রতি পোস্ট অফিসের কিছু সরকারি স্কিমে আরও বেশি সুদ ঘোষণা করেছে সরকার। তাই বাজারে বিনিয়োগের ঝুঁকি এড়িয়ে বেশি রিটার্ন পেতে দেখতে পারেন এই স্কিম।
এই স্কিমের নাম জাতীয় সঞ্চয় শংসাপত্র (National Saving Certificate)। এই স্কিমে বিনিয়োগ করে আপনি একটি সরকারি গ্যারান্টি পাবেন। এর সঙ্গে আপনি দুর্দান্ত রিটার্নও পাবেন।পোস্ট অফিসের জাতীয় সঞ্চয়পত্রে গ্রাহকরা বার্ষিক ভিত্তিতে ৬.৮ শতাংশ রিটার্ন পান। বিনিয়োগকারীরা এই স্কিমে মোট ৫ বছরের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন। এটি লক্ষণীয় যে NSC স্কিমে, আপনি চক্রবৃদ্ধির ভিত্তিতে সুদ পাবেন। ফলে দ্রুত বৃদ্ধি পাবে আপনার টাকা।
NSC স্কিমের পাশাপাশি, সরকার সময়ে সময়ে অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে। আপনি যদি ৫ বছরের জন্য NSC স্কিমে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি মেয়াদপূর্তিতে ৬.৯৪ লক্ষ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ আপনি ৫ বছরে প্রায় ২ লক্ষ টাকা পাবেন।
NSC স্কিমে বিনিয়োগের যোগ্যতা-
১. এই স্কিমে, আপনি একা অ্যাকাউন্ট খুলতে পারেন।
২. দুই বা তিনজন একসঙ্গে একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন।
৩. এই স্কিমে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন।
৪. মনে রাখবেন, এই স্কিমে আপনি ১০০০ টাকার গুণিতকে টাকা বিনিয়োগ করতে পারেন।
৫. এখানে ১০ বছরে নাবালকও অ্যাকাউন্ট খুলতে পারে। সেই ক্ষেত্রে সন্তানের ১৮ না হলে অ্যাকাউন্ট বাবা-মাকেই চালাতে হবে।
কর ছাড়ের সুবিধা
এই স্কিমে বিনিয়োগ করে আপনি আয়করের ধারা ৮০সি এর অধীনে ছাড় পাবেন। আপনি ১.৫ লক্ষ টাকার বিনিয়োগে ছাড়ের সুবিধা পাবেন, তবে এই স্কিমের লক-ইন সময়কাল ৫ বছর রাখা হয়েছে।
PM Modi Invests In NSC: অন্য কেউ নয়, খোদ দেশের প্রধানমন্ত্রী বিনিয়োগ করেছেন এই সরকারি স্কিমে। সেই কারণে এই সরকারি প্রকল্পের ওপর আস্থা রাখতে পারেন আপনিও। পোস্ট অফিসের এই স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে বিপুল রিটার্ন পেতে পারেন আমানতকারী।