সরকারি ব্যাঙ্কে বাম্পার অফার, ২ বছরের FD-তে সুদ ৭.৭৫%



Gamebazz ডেস্ক:  সরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশের উপরে সুদ। অবাক হচ্ছেন! রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করায় একাধিক ব্যাঙ্ক বেড়েছে স্থায়ী আমানতের উপর সুদের হার। এক্ষেত্রে বাকি সরকারি ব্যাঙ্কগুলিকে ছাপিয়ে গেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর তারা ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। 


১ নভেম্বর থেকে বর্ধিত সুদের হার ঘোষণা করেছে ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৭ দিন থেকে ১০ বছরের আমানতের উপর ২.৮৫ থেকে ৫.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এমনকি ৭.৭৫ পর্যন্ত সুদ পাচ্ছেন সাধারণ গ্রাহকরা। দ্য স্টার সুপার ট্রিপল সেভেন ফিক্সড ডিপোজিট স্কিম এনেছে ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কী পাচ্ছেন এই স্কিমে?


৭৭৭ দিনের ফিক্সড ডিপোজিটে সুদ মিলছে ৭.২৫ শতাংশ। ৭.৭৫ শতাংশ পাচ্ছেন সিনিয়র সিটিজেনরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সুদের হারের তালিকা- 


৭ থেকে ৪৫ দিন- ২.৮৫ শতাংশ 

৪৬ থেকে ১৭৯ দিন- ৩.৮৫ শতাংশ

১৮০ দিন থেকে ১ বছরের কম- ৪.৬০ শতাংশ 

১ বছর থেকে ২ বছরের কম - ৫.৭৫ শতাংশ

২ বছর থেকে ৩ বছরের কম- ৫.৭৫ শতাংশ 

৩ থেকে ৫ বছর- ৬.২৫ শতাংশ

৫ বছর থেকে ১০ বছর- ৫.৭৫ শতাংশ 

৫৫৫ দিন - ৬.৩০ শতাংশ

৭৭৭ দিন- ৭.২৫ শতাংশ 


সিনিয়র সিটিজেনদের জন্য .২৫ শতাংশ অতিরিক্ত সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩ বছরের বেশি হলে .৭৫ শতাংশ অতিরিক্ত সুদ পাচ্ছেন সিনিয়র সিটিজেনরা।