মানসিক অসুস্থতার বিমা থাকতেই হবে, নয়া নির্দেশ IRDAI-র



Gamebazz ডেস্ক: সাম্প্রতিক সময়ে মানসিক অসুস্থতা ক্রমেই বেড়ে চলেছে। এতদিন বিশ্বের প্রথম সারির দেশগুলিতে এই প্রবণতা থাকলেও, ধীরে ধীরে এই প্রবণতা বাড়ছে ভারতেও। এবার মানসিক স্বাস্থ্যের সুস্থতার কথা মাথায় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল Insurance Regulatory and Development Authority (IRDAI)। করোনার পরে একাধিক পোস্ট কোভিড জটিলতা দেখা গিয়েছে রোগীদের মধ্যে, তার মধ্যে এই মানসিক অসুস্থতাও একটি। কোভিডের পরবর্তীকালে IRDAI -এর পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল। এই সিদ্ধান্তের ফলে চলতি মাস থেকে সমস্ত হেলথ ইনস্যুরেন্সকে মানসিক অসুস্থতার ক্ষেত্রে কভার দিতে হবে।


Mental Healthcare Act (MHC Act) 2017 Dvgmejs প্রতিটি বীমা কোম্পানিকে মানসিক অসুস্থতার চিকিৎসার জন্য বিমার ব্যবস্থা করতে হবে। এর পরে 2018 সালে অগাস্টেও IRDAI ইতিমধ্যেই সমস্ত বীমা কোম্পানিকে নির্দেশ দিয়ে জানিয়েছিল, বীমাকারীদের শারীরিক এবং মানসিক অসুস্থতার মধ্যে কোনও ফারাক করা উচিত নয়। যদিও এতদিন একাধিক ক্ষেত্রে এই বিমার ব্যবস্থায় ফাঁক ছিল বলে সূত্রের দাবি। বলা হচ্ছে, অনেক ক্ষেত্রেই প্রাইভেট বিমা কোম্পানিগুলি এই নিয়ম মেনে চলছিল না। তবে Insurance Regulatory and Development Authority -র নয়া নিয়মের পরে মনে হচ্ছে এই বিষয়ে সতর্ক হবে বিমা সংস্থাগুলি।


প্রসঙ্গত, বর্তমানে মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাচ্ছে বহু মানুষ শারীরিক ভাবে সুস্থ হলেও মানসিক ভাবে সুস্থ নয়। সেক্ষেত্রে তাঁদেরকেও বিমার আওতায় যাতে আনা যায়, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে Insurance Regulatory and Development Authority (IRDAI)। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।