পুরনো মোবাইল, ছেঁড়া হেডফোন জমিয়ে রাখার অভ্যাস? অজান্তেই ডাকছেন নিজের বিপদ!



Gamebazz ডেস্ক: মোবাইল , হেডফোনের মতো গ্যাজেট জীবনের সঙ্গে জড়িয়েছে বহু বছর। কিন্তু বাড়ির জন্য কেনা বিভিন্ন জিনিস বছরের পর পছর চললেও ইলেকট্রনিক প্রোডাক্টগুলির আয়ু কয়েক বছর পরেই শেষ হয়ে যায়। একটা মোবাইল কেনার 4-5 বছরের মধ্যে কিনতে হয় নতুন ফোন। অন্যদিকে স্পিকার (Speaker), হেডফোনের আয়ু হয় আরও কম। কেউ কেউ পুরনো ডিভাইস (Old Gadgets) বিক্রি করে নতুন প্রোডাক্ট বাড়িতে আনেন। অনেকে আবার নতুন প্রোডাক্ট কেনার পরেও গুছিয়ে রেখে দেন পুরনো মোবাইল ছেঁড়া হেডফোন। কিন্তু আপনি জানেন কি বাড়িতে অকারণে পুরনো ইলেকট্রনিক প্রোডাক্ট জমিয়ে রাখা বিপজ্জনক হতে পারে। সঠিক সময়ে বাড়ি থেকে পুরনো জিনিসগুলিকে বিদায় করা উচিত। নাহলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। কোন কোন পুরনো জিনিস এখনই বাড়ির বাইরে বের করবেন? দেখে নিন:


​পুরনো মোবাইল


সব মোবাইলে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি। যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিপজ্জনক হয়ে ওঠে। একাধিকবার স্মার্টফোন বিস্ফোরণের খবর সামনে আসে। যা মূলত হয় ব্যাটারি থেকেই। ব্যাটারির মধ্যে সমস্যা দেখা দিলে বিস্ফোরণ হতে পারে, এমন কি লাগতে পারে আগুন। তাই বাড়ির আলমারিতে পুরনো ফোন রেখে দিলে বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনার কাছে যদি এখন কোনও পুরনো মোবাইল থাকে যা আপনি আর কখনই ব্যবহার করবেন না তাহলে সেই ডিভাইসগুলিকে এখনই বাড়ি থেকে বিদায় করুন। ফোন থেকে ব্যাটারি পৃথক করা সম্ভব হলে ফোন রেখে দিয়ে শুধুমাত্র ব্যাটারি ফেলে ফেলে দিতে পারেন।


​পুরনো রাউটার


হাই স্পিড ইন্টারনেটের জন্য বাড়িতে চাই একটা ব্রডব্যান্ড কানেকশন। বাড়িতে অনেক পুরনো রাউটার ব্যবহার করলে তা বদল করে নিন। পুরনো রাউটারে সুরক্ষা আঁটসাঁট হয় না। এই কারণে সহজেই হ্যাক করা সম্ভব। তাই আপনিও যদি পুরনো রাউটার ব্যবহার করেন তবে দ্রুত নতুন রাউটার কেনার কথা ভাবুন। সাইবারক্রিমিনালদের হাত থেকে নিজের সব তথ্য সুরক্ষিত রাখতে পুরনো রাউটারের মাধ্যমে WiFi ব্যবহারের বড় মাশুল দিতে হতে পারে।


​পুরনো পাওয়ার কর্ড


বাড়িতে বিভিন্ন কাজে ব্যবহার হয় পাওয়া কেবেল। বেশি পুরনো পাওয়ার কেবেল ব্যবহারে বিপদ নেমে আসতে পারে বাড়িতে। পুরনো পাওয়ার কর্ডে ইনস্যুলেশন ক্ষমতা কমে যায়। ফলে ব্যবহারের সময় বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে। তাই বাড়িতে পুরনো পাওয়ার কর্ড থাকলে তা ব্যবহার না করে বিদায় করাই ভালো।



​পুরনো হেডফোন ও স্পিকার


পুরনো হেডফোন ও স্পিকারে অনেক ক্ষতিকর উপাদান থাকে। চুম্বক ছাড়াও থাকে তামার কয়েল, প্লাস্টিক ও ব্যাটারি। পরিবেষকে দূষিত করে এই পদার্থগুলি। এছাড়াও পুরনো হেডফোন অথবা স্পিকারের ব্যাটারি লিক করেও বিপদ ঘটতে পারে। বিশেষ করে সব ব্লুটুথ ইয়ারফোন ও স্পিকারেই ব্যাটারি ব্যবহার হয়। এই ব্যাটারিতে কোন রকম গড়মিল হলে খেসারৎ দিতে হতে পারে আপনাকেই।