সন্তানের পড়াশুনোর জন্য সেরা প্ল্যান LIC-র, ১৫০ টাকার প্রিমিয়ামে ৮ লাখের রিটার্ন



Gamebazz ডেস্ক: লক্ষাধিক গ্রাহকদের জন্য বিবিধ ধরনের স্কিম রয়েছে দেশের বৃহত্তম সরকারি বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের। আট থেকে আশি- সবার জন্য রয়েছে এলআইসি-র নির্দিষ্ট প্রকল্প। এলআইসি-র বহু স্কিম অত্যন্ত জনপ্রিয়। সেখানে বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে পারেন। সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এমনই একটি স্কিম এলআইসি জীবন তরুণ পলিসি। 


LIC জীবন তরুণ পলিসি হল একটি নন-লিংকড, পার্টিসিপেটরি, ইন্ডিভিডুয়াল, জীবন নিশ্চয়তা সঞ্চয় স্কিম। এই পলিসি বিনিয়োগের সঙ্গে সঞ্চয় সুবিধাও প্রদান করে। শিশুদের শিক্ষা এবং অন্যান্য চাহিদার কথা মাথায় রেখে অভিভাবকরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। 


LIC জীবন তরুণ পলিসি নেওয়ার জন্য, শিশুদের বয়স কমপক্ষে ৯০ দিন হতে হবে। ১২ বছরের বেশি বয়সী শিশুদের জন্য নেওয়া যাবে না। শিশুর বয়স ২৫ বছর হলে এই স্কিমে সম্পূর্ণ সুবিধা পাওয়া যায়। সন্তানের ২০ বছর বয়স পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। ন্যূনতম ৭৫,০০০ টাকার জন্য এই পলিসি নিতে পারেন। এর সর্বোচ্চ সীমা নেই। 


১২বছর বয়সী শিশুর জন্য পলিসি কিনে থাকলে মেয়াদ হবে ১৩ বছর। এবং ন্যূনতম পাঁচ লাখ টাকা নিশ্চিত পাবেন৷সন্তানের জন্য প্রতিদিন ১৫০ টাকা সঞ্চয় করে জীবন তরুণ পলিসিতে বিনিয়োগ করুন। সেক্ষেত্রে বার্ষিক প্রিমিয়াম হবে ৫৪,০০০ টাকা। এভাবে ৮  বছরে মোট বিনিয়োগ হবে ৪,৩২,০০০ টাকা। বিনিয়োগের পরিমাণের উপর ২,৪৭,০০০ টাকা বোনাস পাবেন। 


এই পলিসিতে বিমা করলে নিশ্চিত অর্থ পাবেন পাঁচ লাখ টাকা। এর সঙ্গে লয়ালটি বোনাস হিসাবে ৯৭,০০০ টাকা পাবেন। মোট ৮,৪৪,৫০০ টাকা পাবেন। বার্ষিক,৬ মাস, ত্রৈমাসিক বা মাসিক প্রিমিয়াম দিতে পারেন৷ এলআইসি শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পলিসি তৈরি করেছে।