LIC দেবে হোয়াটসঅ্যাপ পরিষেবা! মিলবে একাধিক সুবিধা, যেভাবে রেজিস্টার করবেন



Gamebazz ডেস্ক: বিনিয়োগের একটা ভাল মাধ্যম হল LIC। এবার এই LIC-ই তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত পরিষেবা। এজেন্টদের অ্য়াপয়েন্টমেন্টের জন্য হয়রানি হতে হবে না গ্রাহকদের। ওয়াটসঅ্যাপেই পরিষেবা দিচ্ছে LIC। বর্তমানের ডিজিটালাইজ়েশনের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনে নিজেদের উপস্থিতি তৈরি করেছে LIC। LIC-র কর্মী বা এজেন্ট ও গ্রাহক, উভয়ের জন্যই অনলাইন পরিষেবা নিয়ে এসেছে LIC।


বিশ্বের যেকোনও জায়গা থেকে হোয়াটসঅ্য়াপে LIC পরিষেবা পাওয়া যেতে পারে। এমনকী হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কোনও ব্যক্তি প্রিমিয়ামও কিনতে পারেন। তাছাড়া LIC-র সব নয়া স্কিম সম্বন্ধেও অনলাইনে তথ্য পেয়ে যাবেন গ্রাহকরা। তবে LIC-র হোয়াটসঅ্যাপ পরিষেবা পেতে গ্রাহকদের একটি ছোট্ট কাজ করতে হবে। LIC-র অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে গ্রাহকদের।


LIC-র হোয়াটসঅ্যাপ পরিষেবা পাওয়ার জন্য কীভাবে করবেন রেজিস্ট্রেশন:


-প্রথমে ক্লিক করুন https://ebiz.licindia.in/D2CPM/#Register এই লিঙ্কে 

-তারপর LIC পোর্টালের একটি রেজিস্ট্রেশন পেজ দেখতে পারবেন।

-সেখানে নাম, ঠিকানা, জন্মতারিখ, ইমেল, প্যান, পলিসি নম্বর, মোবাইল নম্বর সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য় দিন।

-আর তারপর ‘Proceed’ এ ক্লিক করুন। তারপরই LIC-র হোয়াটসঅ্যাপ পরিষেবা পাওয়ার জন্য আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।


LIC অনলাইন পরিষেবা বা হোয়াটসঅ্য়াপ পরিষেবা চালু করলে গ্রাহকরা অনেক সুবিধা পাবেন। প্রথমত, এখন নতুন কোনও পলিসি বাজারে এলে সে সম্পর্কে আপডেট একেবারেই মিস করবেন না। কারণ সবার আগে তা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছেই পৌঁছবে।