প্যান কার্ড সঙ্গে নিয়ে বেরোতে চান না? রইল E-PAN কার্ড আবেদনের সহজ প্রক্রিয়া



Gamebazz ডেস্ক: যেকোনও ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি হল পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (Permanent Account Number) বা প্যান কার্ড। আয়কর রিটার্নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড। এই নথিপত্র আয়কর দফতরকে সব ধরনের আর্থিক লেনদেনের রেকর্ড রাখতে সাহায্য করে এই কার্ড। এর ফলে কোনও ব্যক্তি বা কোনও সংস্থার ট্যাক্স দায়ভার সম্পর্কে জানা যায়। তবে ব্যাগে করে প্যান কার্ড নিয়ে ঘোরার থেকে ই-প্যান কার্ডের ব্যবহার অনেক বেশি ঝুঁকিহীন ও সহজও। আপনার ফোন বা অন্য কোনও ডিজিটাল ডিভাইসে আপনি প্যান নিয়ে ঘুরতে পারেন।


E-PAN ডাউনলোড করবেন কীভাবে?


-www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html এ যান

-Acknowledgement Number বা PAN এ ক্লিক করুন

-১০ অঙ্কের প্যান কার্ড নম্বরটি দিন

-আপনার আধার কার্ড নম্বরটি দিন

-জন্মতারিখ নির্বাচন করুন

-GSTN নম্বর অপশনাল

-আধার অ্যাকসেপটেন্স বক্সে ক্লিক করুন

-ক্যাপচা কোড এডিট করুন এবং সাবমিট করুন

-Acknowledgement number-র মাধ্যমে হলে আপনাকে OTP জেনারেট করতে হতে পারে

-তারপর ডাউনলোড পিডিএফ এ ক্লিক করুন