Gamebazz ডেস্ক: সারা দেশের মানুষকে ব্যাঙ্কের ছাতার তলায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের পরিকল্পনা জন ধন যোজনা। এই যোজনার আওতায় সাধারণ মানুষ বিনামূল্যে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট খুলতে পারেন। সারা দেশে প্রায় 47 কোটি মানুষ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় এই অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। কিন্তু এখনও বহু মানুষ রয়েছে, যারা এই অ্য়াকাউন্টের বিষয়ে সঠিক তথ্য জানেন না। একটি সূত্র জানাচ্ছে, এই অ্যাকাউন্টে এবার 10 হাজার করে টাকা দিচ্ছে কেন্দ্র। এছাড়াও এই অ্যাকাউন্টে একাধিক সুবিধা পাওয়া যায়, যেমন এই অ্যাকাউন্টে পাওয়া যায়, 1 লাখ 30 হাজার টাকার বীমা। তাই যারা এখনও জন ধন অ্য়াকাউন্টের বিষয়ে বিস্তারিত জানেন না, তাঁদের বিষয়টি জেনে নেওয়া উচিত। পাশাপাশি দেখে নেওয়া যাক 10 হাজার টাকার জন্য আবেদন করবেন কী ভাবে?
10,000 টাকা ওভারড্রাফ্টের সুবিধা
যে 10,000 টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, সেটি হল ওভারড্রাফ্টের সুবিধা। এর অর্থ কোনও জন ধন অ্যাকাউন্টধারীর অ্য়াকাউন্টে টাকা না থাকলেও তিনি 10,000 টাকা তুলতে পারেন। যে কোনও ব্যক্তি এই ওভারড্রাফটের সুবিধা নিতে পারেন। এর জন্য গ্রাহককে ব্যাঙ্কের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। অন্যদিকে, জন ধন অ্য়াকাউন্টধারীকে অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স বজায় রাখার জন্য কোনও চিন্তা করতে হয় না। এছাড়াও, অ্যাকাউন্টধারীকে Rupay ডেবিট কার্ডও দেওয়া হয়, যার জন্য কোনও চার্জ লাগে না।
বীমার টাকা পায় পরিবার
অ্যাকাউন্টধারীদের দুর্ঘটনার বীমা কভার দেওয়া হয়। কোনও গ্রাহক যদি দুর্ঘটনাজনিত বীমার ক্ষেত্রে কভার দেওয়া হয় 1 লাখ টাকা। এছাড়া জীবন বীমাও হয় 30 হাজার টাকা। তাই কোনও ব্যক্তি যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়, সেক্ষেত্রে তাঁর পরিবার পাবে 1 লাখ টাকা। অন্যদিকে, কোনও ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হলে, তাঁর পরিবার পাবে 30,000 টাকা।
কী ভাবে জন ধন অ্য়াকাউন্ট খুলবেন?
যদি কোনও ব্যক্তি এই সুবিধাগুলি নিতে চান, সেক্ষেত্রে তাঁকে PM Jan Dhan Account খুলতে হবে। কোনও সরকারি ব্যাঙ্কে গিয়ে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এর জন্য আবেদনকারীর অতি অবশ্যই প্য়ান ও আধার কার্ড থাকতে হবে।