WhatsApp - এ চ্যাটিং এখন আরও সিক্রেট! Online থাকলেও কেউ টের পাবে না



Gamebazz ডেস্ক: ফের নতুন প্রাইভেসি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। সংস্থার তরফে জানানো হয়েছে নতুন ফিচারে আপনি অনলাইন থাকলেও কেউ জানতে পারবেন না।কোম্পানি জানিয়েছেন ব্যবহারকারীর প্রাইভেসির কথা মাথায় রেখেই এই ফিচার লঞ্চ হয়েছে। কয়েক মাস আগেই নির্বাচিত বিটা গ্রাহকদের জন্য এই প্রাইভেসি ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এবার সন Android ও iOS গ্রাহকের ফোনে এই ফিচার পৌঁছবে।


আপনিও কি সকলকে না জানিয়েই হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে চান? তবে উপায় জেনে নিন। তবে জেনে রাখা প্রয়োজন এখনও আপনার ফোনে এই আপডেট না পৌঁছলে অ্যাপ সেটিংস থেকে এই ফিচার এনেবেল করা যাবে না।WhatsApp - এ Online Status হাইড করার অপশন দেখে নিন


-Android ও iOS গ্রাহকদের প্রথমেই নিজের ফোনে WhatsApp আপডেট করতে হবে

-এবার নিজের ফোনে WhatsApp ওপেন করুন

-অ্যাপের মধ্যে Settings মেনু ওপেন করুন

-এর পরে Account অপশন সিলেক্ট করুন

-এখানে স্ক্রোল ডাউন করলে Privacy অপশন দেখা যাবে

-এর পরে সিলেক্ট করুন Last Seen and Online

-এবার who can see when I’m online অপশন বেছে নিন

-এখানে নিজের পছন্দ মতো অপশন বেছে নিন


নতুন প্রাইভেসি ফিচার ছাড়াও চলতি সপ্তাহে কমিউনিটিজ ফিচার এনেছে WhatsApp। নতুন এই ফিচারে বিভিন্ন গ্রুপ সাজিয়ে রাখতে সুবিধা হবে। বিশেষ করে স্কুল, কলেজ, অফিস ও অন্যান্য সংস্থার অধীনে যেখানে অনেক গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলিকে এক ছাতার নীচে আনবে কমিউনিটি ফিচার। বৃহস্পতিবার ফেসবুকে নতুন এই ফিচারের ঘোষণা করেছেন Meta প্রধান মার্ক জুকেরবার্গ।