শহরের এই এলাকায় নিষিদ্ধ 5G নেটওয়ার্ক, কড়া নির্দেশ কেন্দ্রের



Gamebazz ডেস্ক: দেশের প্রত্যেক শহরে এয়ারপোর্ট এলাকায় বসানো যাবে না 5G নেটওয়ার্ক। সম্প্রতি টেলিকম দফতরের তরফ থেকে টেলিকম সংস্থাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিমান চলাচলের সময় সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে।


টেলিকম দফতরের তরফ থেকে টেলিকম সংস্থাগুলিকে জানানো হয়েছে এয়ারপোর্ট থেকে 2.1 km-র মধ্যে 3,300-3,670 MHz ব্যান্ডের (C-ব্যান্ড) 5G সার্ভিস চালু করা যবে না। রানওয়ের শেষ প্রান্ত পর্যন্ত এই নিয়মাবলী প্রযোজ্য হবে। তবে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে 2.1 km দূরত্বের পরে আরও 540 মিটার জায়গা রেখে তবেই 5G বেস স্টেশন তৈরি করা যাবে। সেখানে 58 dBm / MHz - এর মধ্যে পাওয়ার এমিশন রাখতে হবে। ইতিমধ্যেই Airtel, Reliance Jio ও Vodafone Idea - কে চিঠি দিয়ে এই নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রের টেলিকম দফতর।


চিঠিতে টেলিকম দফতর জানিয়েছে, “এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে সব টেলিকম সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে এই নিয়ম লাগু হয়ে যাবে। DGCA দ্বারা সমস্ত বিমান রেডিও অল্টিমিটার ফিল্টার প্রতিস্থাপন নিশ্চিত না হওয়া পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য হবে।”


অর্থাৎ দেশের কোনও এয়ারপোর্ট চত্বরে 5G ব্যবহার করতে পারবেন না বিমান যাত্রীরা। অর্থাৎ কলকাতায় এয়ারপোর্টের আশেপাশে কৈখালি, দমদম, বিরাটি, নিউব্যারাকপুর সহ বিস্তীর্ণ এলাকায় আপাতত 5G পরিষেবা নিষিদ্ধ হচ্ছে।একই সঙ্গে টেলিকম দফতর জানিয়েছে কোনও এয়ারপোর্টের আশেপাশে কোনও 5G বেস স্টেশন থাকলে তা অবিলম্বে বন্ধ করে দিতে হবে।



চিঠিতে বলা হয়েছে, "DGCA উপরোক্ত কাজটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য DoT-কে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে," চিঠিতে বলা হয়েছে।চলতি বছর অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছিল 5G। প্রথমে নির্বাচিত কয়েকটি শহরে 5G লঞ্চ হয়েছিল। সেই তালিকায় নাম ছিল কলকাতার। ধীরে ধীরে আরও বেশি শহরে পৌঁছে যাচ্ছে এই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। ইতিমধ্যেই গুজরাতের সব জেলায় 5G পরিষেবা শুরু করেছে Jio। এছাড়াও ধীরে ধীরে আরও বেশি শহরে শুরু হচ্ছে 5G কানেক্টিভিটি। সেই ক্ষেত্রে টেলিকম দফতরের এই বিধিনিষেধ দেশের বিভিন্ন এয়ারপোর্ট চত্বরের বাসিন্দাদের 5G ব্যবহার বাধা সৃষ্টি করবে।