DA থেকে বেতন বৃদ্ধি, নতুন বছরে 3টি খুশির খবর পেতে চলেছেন সরকারি কর্মচারীরা



Gamebazz ডেস্ক: বকেয়া 18 মাসের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ), বর্তমান ফিটমেন্ট ফ্যাক্টরের বৃদ্ধি এবং আরেক দফার ডিএ বৃদ্ধি—কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই তিনটি খুশির খবর অপেক্ষা করছে নতুন বছরে। এখনও পর্য‌ন্ত ঘটনাপ্রবাহ সেটাই বলছে। খুব দ্রুত এই তিনটি বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র।


এমনিতে দীর্ঘদিন ধরেই এই তিনটি, বিশেষত প্রথম দু’টি নিয়ে সরব ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন। ডিএ বাড়ানো হলেও সরকারি কর্মচারীরা এখনও 18 মাসের ডিএ পাননি।


2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন মাস পর্যন্ত মহার্ঘ ভাতা বাকি পড়ে রয়েছে। সেই বকেয়া মেটানো নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা।সেই সঙ্গে তাঁরা ফিটমেন্ট ফ্যাক্টরের বৃদ্ধির দাবিতেও সরব হয়েছেন। প্রসঙ্গত, ফিটমেন্ট ফ্যাক্টর হল সেই মাপকাঠি যার উপরে নির্ভর করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ে।


বেতন কমিশনের পরিভাষা অনুযায়ী, ফিটমেন্ট ফ্যাক্টর হল একদম ‘ইউনিক’ এক সংখ্যা যা কমিশনের তরফে সুপারিশ করা হয়। এবং তার উপরে নির্ভর করে আগের বেতনের পরিমার্জন‌ হয়।


যে মাপকাঠির উপরে নির্ভর করে বেতনের পরিবর্তন ও পরিমার্জন হয়, সেই মাপকাঠিকেই ফিটমেন্ট ফ্যাক্টর বলে। এখন ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির অর্থ হল স্বাভাবিকভাবেই মূল বেতনও বৃদ্ধি পাওয়া। অর্থাৎ, হাতে বেশি পরিমাণ টাকা আসা।


সপ্তম বেতন কমিশন সূত্রের খবর, ষষ্ঠ কমিশনের তরফে সুপারিশ করা ফিটমেন্ট ফ্যাক্টরের হার ছিল 1.86। সপ্তম বেতন কমিশন তা বাড়িয়ে 2.57 করেছে। কর্মচারীদের পক্ষে তা বাড়িয়ে 3.68 করার প্রস্তাব দেওয়া হয়েছে।


2.16 লাখ টাকা পাবেন 18 মাসের বকেয়া ডিএ হিসেবে?—


দীর্ঘদিন ধরেই 18 মাসের বকেয়া মহার্ঘ ভাতা (জানুয়ারি, 2020-জুন, 2021) কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে। ওয়াকিবহাল মহল সূত্রের খবর, লেভেল-3-র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ 11,880 টাকা থেকে 37,554 টাকা হতে পারে। Level-13 বা Level-14 কর্মচারীদের ক্ষেত্রে সেই বকেয়ার পরিমাণ হতে পারে 1,44,200 টাকা থেকে 2,15,900 টাকা। যদিও এই সংখ্যায় পরিবর্তন করতে পারে সরকার।


ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হলে বেতন বাড়তে পারে 49,420 টাকা—


আগামী বছরের কেন্দ্রীয় বাজেটে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর বিষয়টি কেন্দ্র বিবেচনা করতে পারে বলে শোনা যাচ্ছে।বেসিক বেতন 18000 টাকা হলে সপ্তম বেতন কমিশনের সুপারিশমতো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে ভাতা বাদ দিয়ে বেতন বাড়বে 18000*2.57=46,260 টাকা। সেখানে কর্মচারীদের দাবিমতো ফিটমেন্ট ফ্যাক্টর 3.68 বাড়ানো হলে বেতন হবে 26,000*3.68=95,680 টাকা।এর পাশাপাশি মুদ্রাস্ফীতির হারের কথা মাথায় রেখে আগামী মার্চে আরেক দফা ডিএ বাড়ানো হতে পারে বলে খবর।