বিয়ের মরশুমে চাহিদা বাড়ছে ডিজিটাল লোনের, ডকুমেন্টস লাগবে সামান্যই!



Gamebazz ডেস্ক: বিয়ের মরসুম চলছে। সমানতালে পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল লোনের চাহিদা। এমনিতে সাম্প্রতিক সময়ে ডিজিটাল লোনের চাহিদা যে বেড়েছে, তা সদ্য শেষ হওয়া উৎসব মরসুমেই বোঝা গিয়েছে। এই চাহিদা বৃদ্ধির কারণ হল, একদিকে দ্রুত এই লোন পাওয়া যায়। অন্যদিকে, ঋণগ্রহীতা নিজের সুবিধেমতো লোন পরিশোধ করতে পারেন।


সংক্ষেপে, জরুরিভিত্তিতে টাকার প্রয়োজনও মেটে। আবার তার জন্য মাথার উপরে অস্বাভাবিক চাপও পড়ে না। সে কারণে বাড়ি তৈরি, চিকিৎসা বা সন্তানদের পড়াশোনার জন্য লোন বাদ দিয়ে ভ্রমণ এবং বিয়ের জন্যও এই ডিজিটাল লোনের চাহিদা বেড়েছে।যে সমস্ত অ্যাপের মাধ্যমে এই ডিজিটাল লোন পাওয়া যায়, তা ইতিমধ্যেই প্রায় 20 লাখ গ্রাহক ডাউনলোড করেছেন।


যেমন ডিজিটাল লোনের পরিষেবা দেওয়া LenDenClub-এর তথ্য বলছে, গত বছরের তুলনায় শুধুমাত্র বিয়ের জন্য ডিজিটাল লোন নেওয়া গ্রাহকের সংখ্যা প্রায় 35% বৃদ্ধি পেয়েছে।


আরেক সংস্থা InstaMoney-রও একই অবস্থা। গত বছরের তুলনায় তাদেরও বিয়েঋণের আবেদনের নিরিখে 40% বৃদ্ধি হয়েছে। এদের ঋণ দেওয়ার পদ্ধতি এতটাই সহজ যে মাত্র 2 ঘন্টাতেই আবেদনকারী নিজের অ্যাকাউন্টে 25 হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। ফলে তাতে জরুরিভিত্তিতে টাকার প্রয়োজন মেটানো সম্ভব।


CASHe-তে আবার গত বছরের তুলনায় ডিজিটাল লোনের চাহিদা 35% বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি, পুনে ও মুম্বইয়ের মতো দেশের প্রধান শহরগুলিতে এই লোনের চাহিদা লক্ষ্য করা যাচ্ছে।


তার কারণ ব্যাখ্যা করে বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, লোন নেওয়ার ক্ষেত্রে নতুন প্রজন্মের গ্রাহকদের একটা আচরণগত এবং মানসিক পরিবর্তন এসেছে। তারা আগের মতো প্রথাগত পদ্ধতিতে শুধুমাত্রই ব্যাঙ্কের ব্রাঞ্চে ভিজিট করে লোন নেওয়ার উপরে নির্ভরশীল নয়।


কারণ, এই প্রজন্ম অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে। তাদের ডিজিটাল মাধ্যম সম্পর্কে ধারণাও অনেক স্বচ্ছ। আর সে কারণেই ডিজিটাল মাধ্যমে সহজে লোন পাওয়ার পরিষেবা চালু করেছে একাধিক সংস্থা। যেখানে বিন্দুমাত্র হয়রানি, সময় নষ্ট করা ছাড়াই টাকার প্রয়োজন মেটানো সম্ভব।


এক বিশেষজ্ঞ জানাচ্ছেন, সাম্প্রতিক সময়ে ডিজিটাল মাধ্যমে নেওয়া লোনের একটা বড় অংশই গ্রাহকেরা নিয়েছেন বিয়ে, ভ্রমণের মতো বিষয়ে টাকার প্রয়োজন মেটাতে।


তাঁর কথায়, ‘‘এই প্রবণতা চলবে। কারণ, মানুষের টাকা লেনদেনের ক্ষেত্রে যেমন ব্যবহারগত পরিবর্তন এসেছে, ইউপিআই লেনদেন যে কারণে এত জনপ্রিয় হচ্ছে, তেমনই ঝঞ্ঝাটহীন পদ্ধতিতে জরুরিভিত্তিতে টাকার প্রয়োজন মেটাতে ডিজিটাল লোনের দিকে ঝুঁকছেন গ্রাহকেরা।’’