Gamebazz ডেস্ক: শীত শুরু হতেই ফের বেড়েছে মশার উপদ্রব। একই সঙ্গে এখনও ডেঙ্গির প্রভাব রয়েছে রাজ্যের একাধিক অঞ্চলে। এই অবস্থায় মশার কামড় থেকে মুক্তি পেতে বিভিন্ন উপায় অবলম্বন করছেন অনেকেই। সম্প্রতি হাই-টেক মশা মারার মেশিন সামনে এসেছে, যা মুহূর্তে ঘরের সব মশা টেনে মারবে। মশা ছাড়াও ঘরের অন্যান্য পোকাও মারতে পারবে এই ডিভাইস।
PRAYRAA Electric Insect Killer Indoor, Outdoor প্রোডাক্টের দাম 1,999 টাকা। ফ্লিপকার্ট থেকে এই মশা মারার যন্ত্র কেনা যাচ্ছে। যদিও ই-কমার্স ওয়েবসাইটে 77 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফলে 456 টাকায় কেনা যাবে এই ডিভাইস। যদিও ডেলিভারিতে দেরি হতে পারে। ফ্লিপকার্ট জানিয়েছে অর্ডার করার 6-7 দিনের মধ্যে এই প্রোডাক্ট আপনার ঠিকানায় পাঠানো হবে।
এছাড়াও চাইলে Flipkart থেকে অর্ডার করতে পারেন Mosquito Killer Bulb। এই ডিভাইসও খুব সহজে ব্যবহার করা যায়। যে কোনও প্লাগে কানেক্ট করে এই ডিভাইসের মাধ্যমে ঘরের মশা মারতে পারবেন। Flipkart জানিয়েছে এই ডিভাইসের সঙ্গে 7 দিনের রিপ্লেসমেন্ট পলিসি পাওয়া যাবে। অর্থাৎ প্রোডাক্ট কেনার 7 দিনের মধ্যে যে কোনও সমস্যা হলে তা বদলে দেবে ই-কমার্স সংস্থা।
এমনই আরও একটি প্রোডাক্ট Boxn Mosquito Killer Trap Uv Mosquito Light Bug, যা ঘরের মশা মারতে সাহায্য করবে। USB ডিভাইসের সঙ্গে খুব সহজেই কানেক্ট করা যাবে এই ডিভাইস। রয়েছে পাওয়ারফুল এয়ার ফ্লো। এই মেশিনে এতই জোরে হাওয়া টানে যে টর্নেডোর মতো টেনে মারবে ঘরের সব মশা। এই প্রোডাক্টের দাম 1,199 টাকা। তবে অনলাইনে 58 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। অর্থাৎ 499 টাকায় অর্ডার করা যাবে এই প্রোডাক্ট। শীতের সময় ঘরের সব মশা বিষাক্ত কেমিক্যাল ছাড়া মারতে চাইলে এই প্রোডাক্ট আপনার জন্য আদর্শ।