এবার WhatsApp থেকেই উবের বুকিং, সহজ ট্রিকস দেখে নিন



Gamebazz ডেস্ক: শহরের মধ্যে যাতায়াতের জন্য এখন অনেকেই Uber - এর মতো ক্যাব সার্ভিস ব্যবহার করেন। দ্রুত গন্তব্যে পৌঁছতে অনেকে আবার ব্যবহার করেন বাইক ট্যাক্সি। কিন্তু এই Uber থেকে রাইড বুক করতে ফোনে কোম্পানির অফিশিয়াল অ্যাপ থাকতে হবে। কিন্তু আপনি জানেন কি এখন অ্যাপ ছাড়া হোয়াটসঅ্যাপ থেকেই বুক করা যাচ্ছে উবের রাইড। মোবাইল নম্বরের মাধ্যমে নিমেষে বুক করা যাবে এই রাইড। এই জন্য জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp - এর সঙ্গে হাত মিলিয়েছে ক্যাব বুকিং সার্ভিসটি।


তবে শুধু রাইড বুকিং নয়, চাইলে রাইড ম্যানেজ করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও ট্রিপ শেষ হলে হোয়াটসঅ্যাপ থেকেই ডাউনলোড করা যাবে রিসিপ্ট। হিন্দি ও ইংরাজি ভাষায় বিল পাওয়া যাবে।


আপনি কি Uber অ্যাপ ব্যবহার না করে WhatsApp - এর মাধ্যমে রাইড বুক করতে চাইছেন? তবে এই প্রতিবেদনে সেই উপায় ধাপে ধাপে দেখে নিতে পারবেন।


WhatsApp থেকে Uber রাইড বুক করবেন কী ভাবে?


-হোয়াটসঅ্যাপ থেকে Uber রাইড বুক করতে শুরুতেই কোম্পানির অফিশিয়াল নম্বর +91 7292000002 ফোনে সেভ করে চ্যাটবট ওপেন করুন।

-চাইলে এই লিঙ্কে (http://wa.me/917292000002) ওপেন করেও চ্যাটবট ওপেন করা যাবে

-একবার এই চ্যাট ওপেন হলে Hi লিখে পাঠান

-এবার পিকআপ ও ডেসটিনেশন অ্যাড্রেস লিখে পাঠান। চাইলে পিকআপের জন্য লাইভ লোকেশন ব্যবহার করতে পারেন

-এবার আপনাকে সম্ভাব্য ভাড়া ও রাইড সংক্রান্ত সব তথ্য জানিয়ে দেবে Uber

-ভাড়া পছন্দ হলে রাইড Confirm করা যাবে

-কোনও ড্রাইভার আপনার রাইড অ্যাকসেপ্ট করলে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেবে উবের

আপাতত শুধুমাত্র রাজধানী দিল্লি, লখনউ শহরে এই পরিষেবা শুরু করেছে মার্কিন ক্যাব বুকিং সার্ভিসটি।


এদিকে মার্কিন টেক কোম্পানি Meta-র জনপ্রিয় মেসেজিং সার্ভিস একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে WhatsApp Status - এ রিপোর্ট করার ফিচার নিয়ে আসছে সংস্থাটি। কোনও স্ট্যাটাস যদি অ্যাপ ব্যবহারের নিয়মাবলীর বাইরে হয় তবে রিপোর্ট করা যাবে। এই মুহূর্তে বিটা টেস্টারদের ফোনে এই আপডেট পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ।