এক মুহূর্তে WhatsApp-র সব ছবি-ভিডিয়ো ওড়াবেন কীভাবে? রইল সহজ টোটকা



Gamebazz ডেস্ক: WhatsApp এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। শুধু বাক্যালাপেই সীমাবদ্ধ নয় হোয়াটসঅ্যাপ। মেটার এই প্ল্যাটফর্মে ছবি থেকে শুরু করে ভিডিয়ো, ডকুমেন্ট-সহ আরও অনেক কিছু পাঠাতে পারেন ব্যবহারকারীরা। এই সব মিডিয়া ফাইল পাঠাতে যেমন পারেন, তেমনই আবার আপনার কাছে আসতেও পারে। এই সব ফাইল আপনার যেমন ভাল লাগে, বিরক্তও লাগতে পারে। তার কারণ, এত সব ফাইল দীর্ঘদিন আপনার ফোনের স্টোরেজের অবস্থা খারাপ দিতে পারে।এদিকে এতসব ছবি বা ভিডিয়ো তো আবার খুঁজে খুঁজে বের করে ডিলিট করার কাজটাও খুব কঠিন। এমন কয়েকটা পদ্ধতি জেনে নিন, যেগুলির মাধ্যমে একসঙ্গে অপছন্দের এবং অযাচিত সব ছবি বা ভিডিয়োর মতো মিডিয়া ফাইলগুলি আপনি WhatsApp থেকে ডিলিট করতে পারেন।


WhatsApp থেকে মিডিয়া ফাইল ডিলিট করার আগে খেয়াল রাখবেন…


কোনও ডেটা ডিলিট করার আগে চেক করে নিন হোয়াটসঅ্যাপ আপনার ফোনে ঠিক কতটা জায়গা নিচ্ছে। তার জন্য আপনাকে ঠিক এই পদ্ধতি অবলম্বন করতে হবে: হোয়াটসঅ্যাপ> সেটিংস> স্টোরেজ অ্যান্ড ডেটা> ম্যানেজ স্টোরেজ। এছাড়াও আপনি চাইলে ফোনের মেমোরি থেকে দেখে নিতে পারেন, কতটা জায়গা নিচ্ছে বিভিন্ন WhatsApp Media।


WhatsApp Media: রিভিউ করে ডিলিট করবেন কীভাবে


1)ম্যানেজ স্টোরেজ অপশনে গিয়ে ‘লার্জার দ্যান 5 MB’ অপশনে ট্যাপ করতে হবে। তারপরে একটি নির্দিষ্ট চ্যাট সিলেক্ট করতে হবে।


2)আপনি চাইলে মিডিয়া সর্ট করতে পারেন, নিউয়েস্ট, ওল্ডেস্ট বা লার্জেস্ট আইকনে ট্যাপ করে।


3)এবার পৃথক বা একাধিক মিডিয়া সিলেক্ট ও ট্যাপ করে সেগুলি ডিলিট করতে পারেন।


4)মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ থেকে মিডিয়া ডিলিট করার পরেও তা আপনার ফোনের স্টোরেজে থেকে যেতে পারে। তাই, চিরতরে সেগুলিকে ডিলিট করতে গ্যালারি থেকেই আপনাকে মুছে ফেলতে হবে।


WhatsApp Media: সার্চ করে কীভাবে ডিলিট করবেন


1)হোয়াটসঅ্যাপ চ্যাটস ট্যাব খুলুন এবং তারপরে সার্চ অপশনে ট্যাপ করুন।


2)যে মিডিয়া ফাইলটি আপনি সার্চ করে ডিলিট করতে চান, সেটি বেছে নিন।


3)এবার যে আইটেম আপনি ডিলিট করতে চান, সেটি ট্যাপ করে খুলুন।


4)শেষমেশ More > Delete অপশনে ট্যাপ করুন।


WhatsApp-এ আপলোড কোয়ালিটির লিমিট কীভাবে সেট করবেন


1)হোয়াটসঅ্যাপ খুলে প্রথমেই সেটিংস অপশনে চলে যান।


2)স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনে ট্যাপ করুন।


3)মিডিয়া আপলোড কোয়ালিটি অপশনে আপনি সেট অটো, বেস্ট কোয়ালিটি বা ডেটা সেভারের মতো একাধিক অপশন দেখতে পাবেন।


বিশেষ WhatsApp টিপ


আপনার হোয়াটসঅ্যাপে কী পাঠানো হয়েছে, তার মধ্যে আপনি কী সেভ করে রাখতে চান, তার একটি সহজ পদ্ধতি রয়েছ। তবে তার জন্য আপনাকে WhatsApp Web ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপ ওয়েবে আপনি দেখে নিতে পারবেন, প্রথম কোন মিডিয়া পাঠিয়েছিলেন। সেখান থেকেই সিদ্ধান্ত নিতে পারেন, স্মার্টফোনে সেটি ডাউনলোড করে সেভ করে রাখবেন কি না। মনে রাখবেন, ওয়েব থেকে স্মার্টফোনে কোনও WhatsApp Media ডাউনলোড করলে তা অটোমেটিক্যালি আপনার ফোনে ডাউনলোড হবে না।