সমস্যা এড়াতে PAN-এর সঙ্গে আধার লিঙ্ক করুন আজই, জেনে নিন সহজ উপায়



Gamebazz ডেস্ক: PAN - এর সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক হয়েছে। এই কাজ না করলে আর আয়কর জমা দেওয়া যাবে না। 2023 সালের 31 মার্চের আগে এই কাজ শেষ করতে হবে। না করলে 1 এপ্রিল থেকে অবৈধ হবে আপনার PAN। সম্প্রতি এই টুইট বার্তায় আয়কর দফতরের তরফে এই বিষয়ে নাগরিকদের বিস্তারিত জানানো হয়েছে।


আয়কর দফতর জানিয়েছে, “আয়কর আইন, 1961 অনুসারে, আধারের সাথে PAN লিঙ্ক করার শেষ তারিখ 31.3.2023। অব্যাহতি শ্রেণীতে পড়েন না সেই সব সমস্ত PAN ধারকরা এই কাজ করতে ব্যর্থ হলে অনলিঙ্ক সব PAN নিষ্ক্রিয় হয়ে যাবে।”


আয়কর দফতরের সরকারি ওয়েবসাইট থেকে আধারের সঙ্গে PAN লিঙ্ক করা যাবে। আগে বিনামূল্যে করা গেলেও এখন আধারের সঙ্গে PAN লিঙ্ক করতে 1,000 টাকা খরচ হচ্ছে। চলতি বছর 30 জুন পর্যন্ত এই কাজ করার খরচ ছিল 500 টাকা। জুলাই থেকে খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। যা বেড়ে হয় 1,000 টাকা।


অনলাইনে আধারেরসঙ্গে PAN লিঙ্ক করবেন কী ভাবে?


-প্রথমেই https://www.incometax.gov.in/iec/foportal/ ওয়েবসাইট ওপেন করুন। এখানে Quick Links বিভাগে Link Aadhaar option সিলেক্ট করুন।

-এবার নিজের PAN ও আধার নম্বর টাইপ করে Validate অপশন সিলেক্ট করুন।

-আধারের সঙ্গে PAN ইতিমধ্যেই লিঙ্ক থাকলে PAN is already linked with the Aadhaar or with some other Aadhaar মেসেজ দেখতে পারেন।

-তবে আপনার PAN আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে NDSL পোর্টাল থেকে চালান পেমেন্ট করতে হবে। আধর ও PAN নিশ্চিত করে পেমেন্ট করলে Your payment details are verified অপশন দেখতে পাবেন।

-সঠিক অপশন সিলেক্ট করে Link Aadhaar অপশনে ক্লিক করুন। এর পরে আপনার ফোনে একটি 6 ডিজিট OTP আসবে।

-এই OTP দিলে আধারের সঙ্গে PAN লিঙ্ক করার প্রক্রিয়া শেষ হবে। লিঙ্ক করার আবেদন করার পরে এই প্রক্রিয়া শেষ হতে 4-5 দিন সময় লাগবে।