Gamebazz ডেস্ক: দৈনন্দিন যোগাযোগের জন্য প্রায় সকলেই এখন WhatsApp - এর উপরেই ভরসা করেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ থেকে অফিসের কাজ, এখন সব কিছুই WhatsApp ব্যবহার বাড়ছে। আগে জনপ্রিয় এই অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র চ্যাট করা গেলেও এখন ভয়েস ও ভিডিয়ো কল সমান জনপ্রিয়। এক কথায় যোগাযোগের জন্য ওয়ান স্টপ সলিউশন হয়ে উঠেছে এই মার্কিন অ্যাপ। হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ সুরক্ষা। এই অ্যাপ থেকে করা সব মেসেজ ও কল এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে। কিন্তু আপনি জানেন কি ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং সম্ভব? আইফোন ও অ্যানড্রয়েড গ্রাহকরা চাইলে যে কোনও হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারবেন। ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিংয়ের উপায় দেখে নিন।
অ্যানডেয়েড থেকে রেকর্ড করবেন কী ভাবে?
অ্যানড্রয়েড ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে একটি পৃথক অ্যাপ ডাউনলোড করতে হবে। Call Recorder - Cube ACR নামে এই অ্যাপ Google Play Store থেকেই ডাউনলোড করা যাবে। কী ভাবে অ্যানড্রয়েড ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন? দেখে নিন:
-Google Play Store থেকে Call Recorder - Cube ACR অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করুন
-এই অ্যাপ ওপেন করে হোয়াটসঅ্যাপ ওপেন করুন
-হোয়াটসঅ্যাপে কোন কল এলে স্ক্রিনে Cube Call উইজেট দেখতে পাবেন
-আপনি এই উইজেট দেখতে না পেলে Cube Call ওপেন করে Force VoIP call as a voice call অপশন সিলেক্ট করুন
-এবার এই অ্যাপ আপনার সব হোয়াটসঅ্যাপ কল অটোমেটিক রেকর্ড শুরু করবে। যা ইন্টারনাল মেমোরিতে সেভ হবে
তবে WhatsApp ছাড়াও এই অ্যাপ ব্যবহার করে Slack, Zoom, Telegram, Signal ও অন্যান্য মেসেজিং অ্যাপের ভয়েস কল রেকর্ড করা যাবে।
আইফোন থেকে রেকর্ড করবেন কী ভাবে?
-আইফোন থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে ম্যাক ল্যাপটপ অথবা কম্পিউটারে QuickTime অ্যাপলিকেশন ইনস্টল করতে হবে
-আইফোন ম্যাকের সঙ্গে কানেক্ট করে QuickTime অ্যাপলিকেশন ওপেন করুন
-এবার File অপশন সিলেক্ট করে New Audio Recording অপশন বেছে নিন
-এবার আইফোনকে অপশন হিসাবে বেছে নিয়ে রেকর্ড বাটনে ট্যাপ করুন
-এবার আইফোন থেকে হোয়াটসঅ্যাপ কল করুন
এই কল নিজে থেকেই রেকর্ড হতে শুরু করবে
-ম্যাকে এই রেকর্ডেড ফাইল সেভ হবে