এক ধাক্কায় বাড়ছে লোনের খরচ! MCLR রেট বৃদ্ধি করল জনপ্রিয় 3 ব্যাঙ্ক



Gamebazz ডেস্ক: লোনগ্রহীতাদের জন্য খারাপ খবর। MCLR বৃদ্ধি করল দেশের তিন জনপ্রিয় ব্যাঙ্ক। এরফলে ওই ব্যাঙ্কের লোন গ্রহীতাদের EMI খরচ আরও বৃদ্ধি হল। সব মেয়াদের উপরেই এই MCLR বৃদ্ধি করা হয়েছে। ব্যাঙ্কগুলির তরফে জানানো হয়েছে, 1 ডিসেম্বর থেকেই এই নয়া MCLR বৃদ্ধি হয়েছে। জানানো হয়েছে, ICICI ব্যাঙ্ক এদিন থেকে MCLR রেট বৃদ্ধি করেছে 10 বেসিস পয়েন্ট। অন্যদিকে PNB MCLR রেট বৃদ্ধি করেছে 5 বেসিস পয়েন্ট, আবার Bank of India এমসিএলআর হার বৃদ্ধি করেছে 10 বেসিস পয়েন্ট। প্রসঙ্গত উল্লেখ্য, 100 বেসিস পয়েন্টের অর্থ হল 1 পয়েন্ট। পরপর দেখে নেওয়া যাক নতুন MCLR রেটের পর কোন ব্যাঙ্কের MCLR রেট কত হল?


প্রথমেই দেখে নেওয়া যাক ICICI ব্যাঙ্কের Marginal Cost Of Funds-Based Lending Rates (MCLR)। ICICI ব্যাঙ্কের তরফে ওভারনাইট এমসিএলআর ও 1 মাসের MCLR বেড়ে হয়েছে 8.15 শতাংশ। 3 মাসের MCLR বেড়ে হয়েছে 8.20 শতাংশ, 6 মাসের MCLR বেড়ে হয়েছে 8.35 শতাংশ ও 1 বছরের ক্ষেত্রে এই সুদের হার রয়েছে 8.40 শতাংশ।


PNB -এর নয়া MCLR রেটও লাগু হয়েছে 1 ডিসেম্বর থেকে। এই ব্যাঙ্কের ওভারনাইট এমসিএলআর বেড়ে হয়েছে 7.45 শতাংশ। ও 1 মাসের MCLR বেড়ে হয়েছে 7.50 শতাংশ। 3 মাসের MCLR বেড়ে হয়েছে 7.60 শতাংশ, 6 মাসের MCLR বেড়ে হয়েছে 7.80 শতাংশ ও 1 বছরের ক্ষেত্রে এই সুদের হার রয়েছে 8.10 শতাংশ। 3 বছরের ক্ষেত্রে এই MCLR রেট রয়েছে 8.40 শতাংশ।


Bank of India -এর MCLR রেটও লাগু হয়েছে। এই ব্যাঙ্কের ওভারনাইট এমসিএলআর বেড়ে হয়েছে 7.30 শতাংশ। ও 1 মাসের MCLR বেড়ে হয়েছে 7.65 শতাংশ। 3 মাসের MCLR বেড়ে হয়েছে 7.70 শতাংশ, 6 মাসের MCLR বেড়ে হয়েছে 7.90 শতাংশ ও 1 বছরের ক্ষেত্রে এই সুদের হার রয়েছে 8.15 শতাংশ। 3 বছরের ক্ষেত্রে এই MCLR রেট রয়েছে 8.35 শতাংশ।