টেট-এর জন্য বড় সিদ্ধান্ত, ইন্টারনেট বন্ধ এই ৬ জেলায়



Gamebazz ডেস্ক: রবিবার টেট । পরীক্ষায় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের।  পরীক্ষার জন্য বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা। মোট ৬ জেলায় পরিষেবা বন্ধ থাকবে। সেই জেলাগুলি হল, দুই দিনাজপুর, মালদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ। 


এবছর টেট পরীক্ষায় বসছেন ৬ লাখ ৯০ হাজার ৯৩২ জন। ১ হাজার ৪৬০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য ইন্টারনেট বন্ধ থাকবে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ। তারপর পরিষেবা ফের সচল করা হবে।  


সূত্রের খবর, কয়েক দিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে রাজ্যে স্বরাষ্ট্র সচিবের কাছে এই ইন্টারনেট বন্ধ রাখার আবেদন করা হয়। সেই মতো নির্দেশ দেয় ও তা কার্যকর করার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। 


প্রসঙ্গত, বেলা ১২টা থেকে দুপুর ২টো ৩০ পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কোনও প্রার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছলে তাঁকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। পরীক্ষার হল/রুমে ঢোকার জন্য প্রার্থীকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিয়ে যেতে হবে। বৈধ অ্যাডমিট কার্ড ব্যতীত কাউকেই পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। প্রতিটি প্রার্থীকে রোল নম্বর অনুযায়ী বসতে হবে। রোল নম্বর অনুযায়ীই  আসন বরাদ্দ করা হবে। প্রার্থীদের নির্ধারিত আসন খুঁজে বের করতে হবে। বরাদ্দকৃত আসন ব্যতীত অন্য কোথাও বসলে পরীক্ষা দিতে দেওয়া হবে না।