Gamebazz ডেস্ক: আপনি কি চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ রয়েছে। টেকনিক্যাল ও নন- টেকনিক্যাল দুটি বিভাগেই টেকনিশিয়ান, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান অয়েল। 1760 টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে। সম্প্রতি IOCL-এর বিভিন্ন অঞ্চলে মার্কেটিং বিভাগের অধীনে টেকনিক্যাল এবং নন-টেকনিক্যালে 1760 টেকনিশিয়ান, স্নাতক, এবং ট্রেড শিক্ষানবিশদের নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) । আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইট ioclmd.in-তে অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে গত 14 ডিসেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে ওয়েবসাইট দেখতে পারেন।
আবেদনের তারিখ:
ইন্ডিয়ান অয়েলের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা 14 ডিসেম্বর থেকেই আবেদনের সুযোগ পাবেন। অর্থাৎ ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রার্খীরা আগামী 3 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে অনলাইনে শুধুমাত্র আবেদন করতে হবে। এক্ষেত্রে অফলাইনে আবেদনের কোনও সুবিধা নেই। প্রার্থীদের ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে থাকা আবেদনপত্র দেখে সঠিকভাবে আবেদন করতে হবে।
আবেদন ফি:
মার্কেটিং বিভাগে IOCL শিক্ষানবিশ শূন্যপদের জন্য আবেদন করতে কোনও আবেদন ফি লাগবে না।
বয়সসীমা:
প্রার্থীদের সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে হলে বয়স হতে হবে 18-24 বছর। নির্দিষ্ট বয়সসীমার উর্দ্ধে আবেদনপত্র গ্রাহ্য করা হবে না।
যোগ্যতা:
প্রার্থীর নির্দিষ্ট পদগুলিতে আবেদনের জন্য ITI কিংবা ক্লাস 12 পাশ/ডিপ্লোমা কিংবা ডিগ্রি থাকতে হবে।
নির্বাচন পদ্ধতি:
দেশ জুড়ে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে IOCL অ্যাপ্রেনটিস লিখিত পরীক্ষা নেওয়া হবে। আবার লিখিত পরীক্ষার ছাড়াও প্রার্থীদের তথ্য যাচাইকরণ, মেডিকেল পরীক্ষাও নেওয়া হবে।
শূণ্যপদের বিবরণী:
প্রতিষ্ঠানের তরফে মোট ১৭৬০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। সারা দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ইন্ডিয়ান অয়েলের সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে।