Gamebazz ডেস্ক: অনলাইন গেমিংয়ের উপর নজরদারি শুরু করতে চলেছে কেন্দ্র। বিশেষ করে যে সব গেমের সঙ্গে সরাসরি টাকা জড়িত সেই সব গেম নিয়ে কড়া নিয়ম আনতে চলেছে মোদী সরকার। আগে শুধুমাত্র অনলাইন স্কিল গেমের উপরে এই নজরদারি শুরু করার কথা ভাবলেও পরে টাকা জড়ি রয়েছে এমন সব গেমের উপরেই নজর রাখার কথা ভাবা হচ্ছে বলে প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে।
সরকারের এই সিদ্ধান্ত ভারতের অনলাইন গেমিংয়ের ভবিষ্যতকে বদলে দেবে বলেই মনে করছেন অনেকে। 2026 সালের মধ্যে ভারতের অনলাইন গেমিং বাজার 7 বিলিয়ন মার্কিন ডলার (প্রায় 57 হাজার কোটি টাকা) ছাড়িয়ে যাবে। এর মধ্যে বেশিরভাগ গেমের সঙ্গেই যুক্ত থাকবে টাকা। বিশেষ করে Dream 11 - এর মতো ফ্যান্টাসি স্পোর্টস গেম নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমশ বাড়ছে। তাই এই ধরনের গেম ভবিষ্যতে আরও বেশি জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে।
চলতি বছর অগাস্টে এই বিলের খসড়া প্রস্তুত করতে একটি বিশেষ প্যানেল গঠন করা হয়েছিল। সেখানে জানানো হয়েছে প্রথমে নির্ধারণ করা হবে যে গেমটি স্কিল না চান্সের উপরে নির্ভরশীল। স্কিল গেমে সরকারি নিয়ম মেনে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও KYC পূরণ করতে হবে খেলোয়াড়দের।
অন্যদিকে চান্স গেমকে জুয়ো হিসাবে গণ্য করা হবে। যা ভারতে অধিকাংশ ক্ষেত্রেই নিষিদ্ধ। রাজ্য সরকার এই গেমগুলিকে নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে। আগে প্রকাশিত এই রিপোর্টে এই তথ্য সামনে এসেছিল।
কিন্তু 26 অক্টোবর এক সরকারি বৈঠকে প্রধানমন্ত্রীর দফতরের এক আধিকারিক এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। তিনি সব ধরনের গেমে তদারকির পক্ষেই সওয়াল করেন।
কোন গেম স্কিল ও কোনটা চান্সের অধীনে আসবে তা নির্ণয় করা খুব সহজ হবে না। এর অন্যতম প্রধান কারণ স্কিল গেম ও চান্স গেম নির্ণয়ের জন্য সঠিক আইন নেই এদেশে। সেই ক্ষেত্রে অনলাইন গেমিংকে নির্দিষ্ট সার্ভিসের আওতায় নিয়ে আসতে পারে কেন্দ্র।
তাসের খেলা সহ বিভিন্ন ফ্যান্টাসি গেমকে ইতিমধ্যেই আইনি স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও পোকারের মতো গেম নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছে বিভিন্ন হাইকোর্ট।যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি।
যদিও এই গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকদের মতে কেন্দ্রের কাছে সব ধরনের গেমের উপরে নজরদারির সুযোগ থাকতে পারে। অন্যদিকে রাজ্য সরকার জুয়া অথবা গেমস অব চান্স নিষিদ্ধ করার দায়িত্বে থাকবে। এক আধিকারিকের মতে এই ধরনের গেমে দেশবাসীর নেশা নিয়ে চিন্তিত মোদী সরকার।