জলের দরে নতুন ফোন লঞ্চ করল স্যামসাং, 5,000 mAh ব্যাটারির সঙ্গে পাবেন 8 GB RAM



Gamebazz ডেস্ক: সপ্তাহের শুরুতেই ভারতে জোড়া ফোন লঞ্চ করল Samsung। ভারতের বাজারে এসেছে Samsung Galaxy A04 ও Galaxy A04e। কোম্পানির দাবি এক চার্জে সারাদিন চলবে কোম্পানির নতুন বাজেট ফোনগুলি। ফোনগুলির পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। Samsung Galaxy A04 ও Galaxy A04e ফোনের দাম ও ফিচারগুলি বিস্তারিত দেখে নিন:



Samsung Galaxy A04 ও Galaxy A04e: দাম


Samsung Galaxy A04 ফোনের দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 4 GB RAM + 64 GB স্টোরেজ। 4 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 12,999 টাকা। অন্যদিকে Galaxy A04e - এর দাম শুরু হচ্ছে 9,299 টাকা। এই ফোনের বেস ভেরিয়েন্টে রয়েছে 2 GB RAM + 32 GB স্টোরেজ। এছাড়াও 3 GB RAM + 64 GB স্টোরেজ ও 4 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে যথাক্রমে 9,999 টাকা ও 11,499 টাকা।


Samsung.com থেকে Samsung Galaxy A04 ও Galaxy A04e বিক্রি শুরু হবে 20 ডিসেম্বর থেকে। এছাড়াও নির্বাচিত রিটেল স্টোর থেকেও কেনা যাবে Samsung - এর বাজেট ফোনগুলি।


লঞ্চ অফারে Samsung Finance+, Zest and IDFC First গ্রাহকরা Samsung Galaxy A04 ও Galaxy A04e কিনলে 1,000 টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়াও মাত্র 999 টাকার মাসিক কিস্তিতে এই ফোন পকেটে ভরার সুযোগ পাবেন।


Samsung Galaxy A04 ও Galaxy A04e: স্পেসিফিকেশন

Samsung Galaxy A04 ও Galaxy A04e ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4 GB RAM ও 128 GB স্টোরেজ। সঙ্গে অতিরিক্ত 4 GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে। Samsung - এর RAM Plus ফিচারের মাধ্যমে ফোম স্টোরেজ থেকে অতিরিক্ত RAM পাওয়া যাবে। Samsung Galaxy A04 ফোনে রয়েছে 6.5 ইঞ্চি LCD ডিসপ্লে। এই ফোনে Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে One UI Core 4.1 স্কিন।


Samsung Galaxy A04 ফোনে রয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে একটি 2 MP ডেপ্ত সেন্সর রয়েছে। সেলফির জন্য 5 MP ক্যামেরা ব্যবহার হয়েছে। 4 GB RAM ও 64 GB অথবা 128 GB স্টোরেজে কেনা যাবে Samsung Galaxy A04। এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি ও অ্যাডাপটিভ ব্যাটারি সেভিং মোড। কানেক্টিভিটির জন্য রয়েছে Wi-Fi, Bluetooth 5.0, 3.5 mm অডিয়ো জ্যাক, ইন-বিল্ট GPS, ডুয়াল সিম সাপোর্ট ও USB-C পোর্ট।


Samsung Galaxy A04 - তে 50 MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার হলেও Galaxy A04e ফোনে রয়েছে 13 MP প্রাইমারি ক্যামেরা। অন্য সব স্পেসিফিকেশন Samsung Galaxy A04 - এর সঙ্গে একই।