Gamebazz ডেস্ক: সম্প্রতি বিশ্বের মোট 84 দেশের 50 কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে বলে খবর সামনে এসেছে। শুধু যে ফাঁস হয়েছে তাই নয়। সেই তথ্য বিক্রি করতে হ্যাকিং কমিউনিটি ফোরামেও তালিকাভুক্ত করা হয়েছে। সবথেকে চিন্তার বিষয়টি হল, এই বিপুল সংখ্যক WhatsApp ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়ে গিয়েছে। আর সেই সব নম্বরের ডেটাবেসই বিক্রয়ের জন্য উপলব্ধ করা হয়েছে। WhatsApp এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে।
ভবিষ্যতে যাতে আপনার সঙ্গে এমন কাণ্ড না ঘটে, তার জন্য কী করবেন? কীভাবে আপনার WhatsApp অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন? রইল তার সহজ পদ্ধতি -
1) আপনার WhatsApp অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন কোড বা টু-স্টেপ ভেরিফিকেশন পিন কখনও, কারও সঙ্গে শেয়ার করবেন না।
2) টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি অ্যাক্টিভেট করুন এবং সেখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিন।
3) আপনি যদি কখনও টু-স্টেপ ভেরিফিকেশনের পিন ভুলে যান, তাহলে সেটি ইমেল থেকে সেট করে নিতে পারেন।
4) আপনার ফোনের ফিজ়িক্যাল অ্যাক্সেস কারও কাছে থাকলে, সেই দিকটাও খেয়াল রাখবেন। কারণ, সে তো আপনার WhatsApp Account-ও শেয়ার করতে পারে।এছাড়া, আপনি যদি টু-স্টেপ ভেরিফিকেশন পিন সেট করার জন্য যদি কোনও ইমেল পান এবং তা যদি আপনি না চাওয়া সত্ত্বেও আপনার কাছে এসেছে থাকে, তাহলে সেই ইমেলে আগত কোনও লিঙ্কে ক্লিক করবেন না।