ফ্রি এর দিন শেষ! হোয়াটসঅ্যাপ করতে এবার দিতে হবে টাকা



Gamebazz ডেস্ক: ডেটা রিচার্জ করে বিনামূল্যে WhatsApp কল করেন অনেকেই। এতদিন ভারতে WhatsApp ভয়েস ও ভিডিয়ো কলে এক টাকাও খরচ হত না। তবে এবার ছবিটা বদলাতে চলেছে। সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি ফ্রিতে হোয়াটসঅ্যাপ কল করার দিন শেষ হতে চলেছে। যা শুনে দেশের সাধারণ নাগরিকদের চোখ কপালে উঠেছে।


সম্প্রতি প্রকাশিত বিভিন্ন মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে কল করার জন্য কত চার্জ করা হবে সেই বিষয়ে একটি সার্কুলার জারি করেছে হোয়াটসঅ্যাপ। SIM কার্ড ছাড়াই WhatsApp থেকে ভয়েস কল করা সম্ভব। যে কোন স্মার্টফোন থেকে ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেই হোয়াটসঅ্যাপ কল করা সম্ভব/ এমন কি ল্যাপটপ ও কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে হোয়াটসঅ্যাপ কল করা যায়।


যদিও কবে থেকে নতুন নিয়ম প্রযোজ্য হবে সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি।এখন সস্তায় মোবাইল কানেক্টিভিটি গোটা দেশে ছড়িয়ে পড়ার কারণে এই প্রস্তাব ফের প্রাসঙ্গিক হয়েছে।যদিও শুধুমাত্র WhatsApp নয় নয়া এই নিয়ম Telegram, Google Duo, Instagram, Messenger - এর মতো অ্যাপেও প্রযোজ্য হবে।